আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন বিকেলে

বাঙলা কবিতা

হৃদয়ের সততাকে যত বার প্রশ্ন করেছি, পরীক্ষা করেছি, ততবার বেড়ে গেছে আত্মবিশ্বাস; এখানে ছিলো না কোনও ছলনার সাপ। আসন্ন বিকেলে, ঠিক দেখেতে পাবো যে, আটলান্টিক আমার উঠানে এসে পোষ মেনে গ্যাছে; তার দ্বিবিধ ঢেউয়ের আন্দোলন দুই চোখে মেখে তোমারও শোচনা এসে পৌঁছে যাবে আমার দুয়ারে, আমি সেই যন্ত্রণার লোনাজল শুষে নেবো আবার হৃদয়ে... আমার উঠানে এসে আবার দাঁড়াবে তুমি, দাঁড়াবেই... অনুশোচনার দিনে, আমি কোনও প্রশ্ন না রেখে, তোমাকেই মেখে নেবো আবার দু'চোখে আবার রোপিত হবে কান্নার বীজ; আবার সূচিত হবে ফুলের বাগানে সূক্ষ্ণ সাপিনীর চাষ... আমরা সুখের জন্য আজীবন হা-পিত্যেস করি, আর ভালোবাসি ক্রন্দনের নির্বন্ধন স্রোত ! সেই সত্য জেনে গেছি আজ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।