আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রজন্মের জন্য একটি ছড়া। - বাঁচতে পথ খুঁজো কেউ খুঁজিয়া দিবে না।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। বাংলা আজ নিস্তেজ খঞ্জ এক অশ্ব, ডাইনী রোহীনি করিবে যে ভষ্ণ। হায়েনা কুমিরে গিলিতেছে দেখো বেশ, নির্ধনের নেই ঠাঁই নিস্তল নিঃশ্বেষ। বস্তীতে জীর্ণ শিশুটির আহাজারী, নিয়তি তার দেখিয়া বাতাসও হয় ভারী।

শকুনেরা করিতেছে বাটোয়ারা নিজ বলে, সে স্পর্ধা আছে কার প্রতিবাদ সুর তোলে। অশ্লীল দৃষ্টি জুড়ে সুডৌল পয়োধর। হোক সে নকল কিম্বা সিলিকন মনোহর। সুতীক্ষ্ণ ঠোট আবার হিংস্র পাঞ্জা। লোভে ওরা করিতেছে সারাক্ষণ ঝঞ্জা।

নীতিই আজ দুর্ণীতি আঈন সে কি জিনিষ, জ্ঞান সততা দুরে থাক অর্থকেই কুর্নিশ। বেহুশেরা মগ্ন হুশ ফিরিয়া কি পাবে না? বাঁচতে পথ খুঁজো কেউ খুঁজিয়া দিবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.