অনেক অনেক দিন পরে একটা অসাধারণ বাংলা সিনেমা দেখলাম - তারেক মাসুদের "রানওয়ে"। আমার দেশের সিনেমা এত ভালো হইতে পারে কখনো ভাবি নাই। এই ছবির কেমেরার কাজ দেইখা আপনারা অবাক হবেন। ঢাকা শহরের এই রূপ আগে দেখি নাই।
যাই হোক গল্প নিয়ে কিছু বলবো না, অসামান্য লেগেছে মেকিংটা, কতগুলো ফ্রেম রীতিমত চোখ ধাঁধিয়ে দিচ্ছিল , অভিনয়ও মানসম্পন্ন। সাথে উপরি পাওনা ছিল তারেক মাসুদের অল্প বয়সে একাত্তরের পটভূমিতে লেখা একটা স্ক্রীপ্ট নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্য একটা ছবি "নরসুন্দর"। সময় সুযোগ পেলে দেখে নিন দুটোই, চিন্তার খোরাক আছে নিশ্চিত।
চাটগাঁবাসীকে এত চমৎকার একটা ছবি সবার আগে দেখার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ তারেক ও কেথেরিন মাসুদকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।