ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
ইহা একটি অতি মাত্রায় রাগান্বিত পোস্ট
বর্তমানে যে সব পরিবারের সদস্যগণ ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে নানা দেশের চ্যানেল রিমোটের আলতো খোঁচায় টেলিভিশনের পর্দায় বড় করে দেখে নিজেদের অশেষ বিনোদন হাসিল করছেন ........
তাদের সবার পরিবারেই দেখা যায় ..... "মা ,চাচি ,খালা ,ফুপু ,বোন বা বৌ দের" ভারতীয় চ্যানেল এবং বস্তাপচা সিরিয়ালের প্রতি অস্বাভাবিক ভালবাসার দরুন বাংলাদেশের চ্যানেল গুলোর নাটক , খবর , বা কোন অনুষ্ঠানই ঠিক মত দেখতে পারে না সেই পরিবারের "বাবা ,চাচা ,খালু ,ফুপা ,দুলাভাই কিংবা স্বামী ।
অনেক ক্ষেত্রেই দেখা যায়.. ঐ বিদেশী চ্যানেল গুলোর সিরিয়ালে প্রভাবিত হয়ে "মা ,চাচি ,খালা ,ফুপু ,বোন বা বৌ দের" চোখের পানি , নাকের পানি এক হয়ে যাচ্ছে , কখনও বা হাসতে হাসতে মুখ দিয়ে ছোট্ট বেলার মত লালাও গড়িয়ে পড়ছে ।
কেউ বা আবার এইসব সিরিয়াল দেখে অত্যাধিক রাগান্বিত হয়ে বাসায় ঝগড়াঝাটিরও সৃষ্টি করছেন .. অনেকেই আবার সারাদিনের কর্মব্যস্ত ক্লান্ত স্বামী বাসায় ফেরার পর ঐ সিরিয়ালে দেখানো বিভিন্ন ধরনের , শাড়ি চুড়ি গহনা ,, অর্নামেন্ট , আসবাবপত্র আরও নানা জিনিস কেনার বায়না ধরে কান ঝালা ফালা করে ফেলছেন ...।
কিন্তু এই সব কিছুর জন্য তারা মোটেও দায়ী নয় । এই জন্য দায়ী আমাদের দেশের মিডিয়া বা চ্যানেল গুলো বলতে পারি এক কথায় ।
দেখুন ,,,, বাংলাদেশের চ্যানেল গুলোতে সামান্য খবর শুনতে গেলেও ৫ মিনিট খবর পড়ে আবার ১৫ মিনিটের বিজ্ঞাপন বিরতি নেয় ।
নাটক দেখতে গেলেও এই একই অবস্থা । আবার টকশো ,,মিস্টি শো ,,ঝগড়া শো ,, নানা নামে রাজনৈতিক ক্যাচাল গাইতেই থাকে রাত ১১ টা থেকে পরদিন সকাল পর্যন্ত ।
এই সব কি পরিবারের কোমলমতি মেয়ে সমস্যগুলোর পছন্দ হবে ???
তাই তারা বিকল্প পন্থা হিসেবে এখন ভারতীয় চ্যানেল দেখার প্রতি এত আকর্ষন প্রদর্শন করছে ...। এর জন্য তাদেরকে দোষারোপ করে কঠিন প্রকৃতির পুরুষ সদস্যের কখনই রাগান্বিত হয়ে তাদের সাথে খারাপ ব্যাবহার করা উচিৎ নয় ।
আসুন আমরা সবাই ডিসের লাইন কেটে দিয়ে সবার ঘরে ঘরে ভারতীয় ডিস টিভি এন্টেনা কিনে আনি । (টাটা স্কাই,, ডি২এইচ,,) ইত্যাদি নামে বর্তমানে ২০০০টাকার ভেতরেই পাওয়া যায় এই এন্টেনা ।
ভারতের এন্টেনার কথা কইলাম বলে অনেক দেশপ্রেমিক ব্লগার আমারে গদাম দিতে চাইবেন । কিন্তু আমারে গদাম দেবার আগে বাংলাদেশের ঐসব টিভি চ্যানেলগুলোকে গদাম দিয়ে আসুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।