প্রযুক্তির এই যুগে মোটামুটি আমরা সবাই কোন না কোন ভাবে ফ্লাশ ড্রাইভ ব্যাবহার করে থাকি, যেমন ধরুন পেনড্রাইভ ইত্যাদি, মোট কথা অন্তত একটি পেনড্রাইভ ছাড়া আমাদের চলেইনা।
কারন এটি এখন অনেকটা বন্ধুর মত হয়ে গেছে, সব সময় সাথে সাথে রাখতে হয়, কখন কারো পিসিতে সুন্ধর একটি জিনিষ দেখবো আর সাথে ওটা নিয়েও নিবো। কিন্তু ঝামেলা হল আমাদের পেনড্রাইভ গুলো অনেক স্লো, যার ফলে সামান্য একটি ডাটা transfer করতে গেলে আমাদের মূল্যবান অনেক সময় নষ্ট করতে হয়, যা আবার মহা বিরক্তিকরও। তাই আমরা transfer স্পীডের জন্য অনেক রকমের সফটওয়্যার ব্যাবহার করে থাকি, যেমন tera copy, fast copier ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আমি আজ যে ট্রিকসটি শেয়ার করবো তা সব সফটওয়্যারকে হার মানিয়ে দিবে।
এই কাজটি উইন্ডোজ সেভেনে অনেক সহজ, তাই ১ম উইন্ডোজ সেভেনের সিস্টেমটাই দেখাই। (১) আপনার ফ্লাশ ড্রাইভটি usb পোর্টে লাগান
(২) মাই কম্পিউটারে ডুকে ফ্লাশ ড্রাইভের উপর রাইট ক্লিক করে format এ ক্লিক করুন, নিচে দেখুন...............
(৩) format এ ক্লিক করার পর নিচের মত দেখবেন...........................
দেখুন চিহ্নিত স্থানে fat32(Default) করা আছে, আপনি এরও তে ক্লিক করে NTFS করে দিন।
(৪) এবং সর্বশেষ start বাটনে ক্লিক করুন, কিছুক্ষন পর দেখবেন আপনার ফ্লাশ ড্রাইভটি NTFS এ ফরমেট হয়ে গেছে।
(৫) এবার কোন কিছু transfer করে দেখুন আর আগের তুলনায় পার্থক্য বুঝুন।
এবার দেখুন উইন্ডোজ এক্সপিতে যেভাবে ফ্লাশ ড্রাইভকে NTFS সিস্টেমে ফরমেট করবেন।
(১) এক্সপিতে এনটিএফএস হিসাবে ফরম্যাট করতে প্রথমে ইউএসবি পোর্টে ফ্লাশ ড্রাইভটিকে সংযুক্ত করুন।
(২) তারপর মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
(৩) এবং Hardware ট্যাব থেকে আপনার যুক্ত করা ফ্লাশ ড্রাইভটি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন।
(৪) এখন পলিসিস ট্যাব থেকে Optimize for performance অপশন বাটন চেক করে OK করুন।
(৫) এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে।
(৬) এখন ফাইল সিস্টেমে দেখুন NTFS দেখা যাচ্ছে যা আগে ছিল না।
(৭) এরপর NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করে ফেলুন।
ব্যাস আপনার কাজ শেষ, এবার ডাটা transfer উপভোগ করতে থাকুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন............।
প্রথম প্রকাশ আমার ব্লগে............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।