আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের ফ্লাশ লাইট

অচিন পথিকের কথা

নৈশ্বেদের তীব্র শীতের রাত্রী গুলো কাটে উষ্নতাহীন বরফের মতো জমাট বাধা কষ্ট গুলো আটকে থাকে বুকের ভিতর অনিশ্চিত ভভিশ্বৎ আর সীমাহীন প্রত্যাশায়। দিনের আলোয় শুরু হয় ক্লান্তহীন পথচলা অভীরাম অভীরত অপেক্ষায় থাকা সাদা বরফ আর অভীরত অপেক্ষা কিন্তু শীতের শেষে বসন্তের আগমনী বার্তা এসে পৌছায় না নীজের সাথে নীজের ছলনায় দিন গুলো হারিয়ে যায় অনন্ত মহাকালে। দিনে দিনে বাড়ে সময়ের চাপ অদ্ভুত এক নিয়মের মাঝে লেখা হয় না ইতিহাসের কোন অথ্যায় জাগ্রত অনুভূতি বিলুপ্ত প্রায় মেঘের মাঝে লুকিয়ে থাকা আলোকছটার মতো মনে পড়ে ফেলে আসা জীবনের ফ্লাশ লাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.