পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
নিউজল্যান্ডের সাথে ৪-০ হওয়া থেকেই আমার করা নজর র্যাংকিং এর উপর। কখন বাংলাদেশ ৮ নম্বর র্যান্ককিং এ উঠে আসে। জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচ, আমি তো খুশিতে গদ গদ। কারণ আবার ৫-০ হলেত কথাই নাই।
কিন্টু প্রথম ম্যাচ হেরে গেল। তাতেও সমস্যা নেই। বাকি চার ম্যাচ জিতলেও বাংলাদেশের র্যাংকিং উন্নতি হবে। ক্রিকইনফো এ ব্যাপারে রিপোর্টোও লিখলো। বিডি রেটিং ৬৪ উইন্ডিজ ৬৭।
বাকি চার ম্যাচ জিতলে বিডি ৬৮ পেয়ে উইন্ডিজের আগে চলে যাবে। ২য় এবং ৩য় ম্যাচ জিতি বিডির রেটিং ৬৬, উইন্ডিজ ৬৭। ম্যাচ বাকি ২টি। ৪র্থ ম্যাচ পরিত্যাক্ত। পরের ম্যাচ বিডি জিতল।
খেলা ছিল ১২ তারিখ। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় চেক করি র্যাংকিং আপডেট করলে কি দাড়ায় সেটা দেখার জন্য। কিন্তু কপালের কি কপাল, র্যাংকিং আপডেট করা হচ্ছে না। আইসিসি বরাবর ইমেইল করলাম কোন রিপ্লে নেই, ফলাফলও নেই।
বাংলাদেশ যদি ৬৭ ও হয় তাহলেও উইন্ডিজের সাথে যৌথ তালিকায় ৮ নম্বরে।
এখানে দেখুন Click This Link
আসুন আমরা প্রতিবাদ করি ।
ইতি পুর্বে র্যাংকিং সিস্টেম নিয়ে আইসিসি বেশ কয়েকবার সমালোচিত হয়েছেও, এবার হলো আমার দ্বারা। এটা ওদের জানানো দরকার , কি বলেন??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।