আমি দূরে আছি কিন্তু আছি যে তোমার কাছে
বিজয়ের এই সময়ে তোমাকে খুব মনে আছে।
ডিসেম্বরে, নিশীথে, ফাইটার প্লেন উড়ে যাওয়া
সে ছিল এক দুঃসহ স্মৃতি, বড় যাতনা পাওয়া।
সশব্দে বোমা ধেয়ে এসে কোথায় যে পড়লো
হানাদার বাহিনী মুখ থুবড়ে কোথায় ঝরলো।
সেইসাথে উল্লাস করার তেমন কিছু ছিল না যে
আপন হারা হয়ে খুঁজে মরছিলাম কোথায় সে?
তাকে কি খুঁজে পাবো, ঘর থেকে ডেকে নিল কেন
চোখ-হাত বেঁধে কিছু না বলে দমকা হাওয়া যেন!
এমন কথা ছিল না- তবু তা' করেছে, করেছে কারা?
এই বাংলার মাটিতে তারা যেন কভু না পায় ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।