শুনেছি এ আমার বিজয়ের মাস........ আমি যখন হাটতে যাই রাজপথে জারি হল কারফিউ... তবুও পা বাড়াই পায়ে জড়িয়ে যায় শৃঙ্খল..... কারফিউ শেষে যদিও আমি এক সাধারণ পথচারী..... আমার পাশ দিয়ে যায় মিছিল.... অবাক হয়ে মিছিল দেখি....... এ মাসের প্রতিদিনই বের হবার কথা .. স্মৃতির বিজয় মিছিল....... তবে এ কিসের মিছিল? শুনেছি এ আমার বিজয়ের মাস........ আমি অবাক হতে হতে ঢুকে পরি মিছিলের ভীরে..... আমাকে কারা যেন ধাওয়া করেছে....... আমি ছুটছি ...আর ছুটছি...... পেছনে তাকিয়ে দেখি হায়নারূপি মানুষের অবয়ব..... মিছিলের সব লোক যায় না তো পথে দেখা....... আমি ছুটে চলেছি..আমি তো মিছিলের কেউ না........ তবুও হায়নারা আমাকে তাড়ায় কেন?......... শুনেছি এ আমার বিজয়ের মাস........ শুনশান পথে আমি উপরে পরি পথে...... হায়নারা হাসে পৈষাচিক হাসি...... আমাকে ছিন্ন ভিন্ন করে..... আমি সকল ধর্মের প্রভূর দোহাই দিয়ে ... বাঁচার আকুতি করি পিশাচের কাছে..... ওরা আমাকে ছিন্ন ভিন্ন করে........ অবাক হয়ে শুনি ওরা বলে.,....... এই নে তোর বিজয়ের মাস............. আমি আঁধবোজা চোখে ওদের পৈশাচিকতার... ছবি দেখতে পারিনা রক্তের নোনা প্লাবনে..... আমি শুধু ভয় আর হতবুদ্ধি স্মৃতি নিয়ে...... মায়ের মুখটি একবার মনে করতে চেষ্টা করি.... আর পারি দেই এক অন্য ভূবনে...... কে জানি কানের কাছে বলতে থাকে ... শুনেছিস? এ ছিল তোর বিজয়ের মাস!!! Tania Hasan Khan time: 4:57 pm date: 11/12/12 উৎসর্গ: “বিশ্বজিত তোমাকে”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।