আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের কবিতা:বিজয়ের প্রত্যাশা



আবারও বাংলায় ডানা মেলেছে পুরোনো শকুন অস্তিত্বের ভয়ে ওরা এখন দিশাহারা তাই ভদ্র মুখোশ ছেড়ে বের হয়ে আসছে আপন চেহারায়। ওরা এখন হিংস্র-- ওদের চোখা ঠোঁট এবং তীক্ষ্ম নখ আবারও আঘাত হানতে চায় আমাদের অস্তিত্ব। সেদিন এরাই রক্তে ভাসিয়ে ছিল বাংলার পবিত্র মাটি এরাই ছিড়েছে আমার মা,আমার বেনের দেহ খুবলে খেয়েছে আমার ভায়ের লাশ তুলে নিয়ে গেছে আমার বাবাকে যিনি আর কখন ফেরেন নি। সেদিন এরাই আমায় করেছিল সাত পুরুষের ভিটে ছাড়া এরাই মুছে দিতে চেয়ে ছিল লোকজ উৎসব,পার্বণবাউল-ঘাটু গান,নবান্ন সেদিন এরাই চেয়ে ছিল আমাদের কন্ঠ রোধ করে দিতে কন্ঠ থেকে কেড়ে নিতে চেয়ে ছিল রবি ঠাকুর, নজরুল হত্যা করতে চেয়ে ছিল আমাদের স্বকীয় সত্ত্বা। স্বাধীনতার পর এরাই আমাদের সন্তানদের দিয়েছে সাম্প্রদায়িকতার বিষ,অস্ত্র,মানুষ হত্যার ট্রেনিং। এদের দ্বারা আক্রান্ত হয়েছে উদিচি আক্রান্ত হয়েছ আমাদের সংস্কৃতি,আমাদের মনন,আমাদের শিল্প এরাই বারবার আঘাত করেছে আমাদের স্বধীনতায় সময় এসেছে আজ ঐ সব পুরোনো শকুনদের করে মুছে দেবার আমাদের অনাগত ইতিহাস থেকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.