আজ তুমি অন্যের...........প্রীতি! জেগে আছি বন্ধু (গণজাগরণ মঞ্চের বন্ধু লাকীকে উৎস্বর্গ করে) ছবিঃ- ইন্টারনেট। বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে অগ্নিকন্যা লাকী আছে সাথে পাশে প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ। স্বাক্ষী আবাল-বৃদ্ধ বনিতা নুতুন সূর্যদ্বয়ে, জয়বাংলা স্লোগানে শত্রুর আত্মা থেকে থেকে কেঁপে উঠে। বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে ঘুচে যাক দুঃখ, কলংক হবো মুক্ত চেতনায় একাত্তর, উনসত্তরের গণঅভ্যুত্থান, বাহান্নর ভাষা অন্দোলন সাথে, দেখে যাও শহীদ জননী তোমার সন্তানেরা মরেনি, রায়ে তোমার ঐক্যবদ্ধ জাতি ফেলে আসা সেই দিন গুলি। বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে মুক্ত কর ভয় হবেই হবে জয়। জয়বাংলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।