বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়ন পরিষদ থেকে ২টি রিকশায় করে চালগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, তিনি তার অফিসের কাছ থেকে চালগুলো আটক করেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে।
“চাল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।”
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও তাড়াশ ইউপি চেয়ারম্যান খন্দকার আবু সাঈদ বলেন, দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বুধবার বিতরণ করা হয়। এ সময় তাদের কাছ থেকে চালগুলো কিনে নেয় ব্যবসায়ীরা।
সেই চাল নিয়ে যাবার সময় এসিল্যান্ড আটক করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।