অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা।
মোবাইল প্রেমের স-করুন পরিনতির অমানবিক আর্তনাদ আমি শুনেছি
আর সেই সাথে ভেভেছি !!!
একি হলো সহজ সরল কচি প্রানের-
এর আগে ও শুনেছি আমি এমনি অনেক কল্প কাহিনী-
কিন্তু আজ দেখলাম স্বচক্ষে, এবং কেনো যেন মনে হচ্ছে অতীত রেকর্ড ছেড়ে যাবে- যদিও অল্প কথায় শুধু সারাংশ তুলে ধরব-
সকালে ঘুমটার ব্যাপারে এতটাই সিরিয়াস যে ১০ টার আগে ঊঠতে পারি না।
কিন্তু আজ অনেক আগেই ঊঠতে হয়েছে-
চিৎকার চাচামেচি আর পাড়ার মহিলাদের বাধ ভাঙা আওয়াজে-
তারপর শুনলাম একটি ছেলে যার নাম সবুজ।
মা তার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে আর বাব টো টো করে ঘোরে -
নিজস্ব বলতে ওর দাদার কাছ থেকে পাওয়া দের কাঠা জায়গার ঊপরে একটি ছোট ঝুপরি যেখানে মা বাবা আর তিন ভাই বোন নিয়ে চলছে জীবন কোন মতে-
সেই সবুজ নামের ছেলেটি যশোর জেলার এক বনেদি পরিবারের এক ঊচ্চ মাধ্যমিক পড়া মেয়েকে নিয়ে সোজা ঊঠে পরেছে তার সেই বাড়িতে। যতটুকো শোনা গেলো-
সবুজ মেয়েটির সাথে মবাইলে রঙ নাম্বারের মাধ্যমে পরিচয় ঘটিয়ে অতঃপর প্রেম নামক নাটক সাজিয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে এসেছে !!!
আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো-
মেয়েটি সবুজের বাড়িতে এসে এহেন অবস্থা দেখে হাঊ মাঊ করে ঊচ্চ আওয়াজে কান্না জুরে দিয়েছে । কেনোনা সবুজ সম্পর্কে মেয়েটির ধারনা অনেক ভালো ছিলো , তাই পারছে না বাস্তব সত্যটাকে মেনে নিতে এখন শুধু ভাবছে পরিবার নিয়ে ???
এখনও নাকি মেয়ের পরিবার বিষয়টি জানে না !!!
যখন জানবে তখন কি হবে কিংবা নতুন কোন অপ্রিতিকর ঘটনার জন্ম হবে কিনা এই নিয়ে এলাকা বাসী সংকিত !!!
তবে যাই হোক আমার সত্যি খুব খারাপ লাগছে মেয়রটির এই করুন পরিনতি দেখে ।
ভাবতে পারেন এর জন্য সত্তিকার অর্থে দায়ী কে ???
মেয়েটির সরলতা নাকি ছেলেটির ঊপরে ঊঠার মানষিকতা ???
নাকি আমাদের সমাজের সকলের সচেতনতার অভাব ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।