আমাদের কথা খুঁজে নিন

   

সেনানিবাসের বাড়ি থেকে খালেদা কী কী নিয়ে গেছেন, রোববার তা প্রকাশ করা হবে : সৈয়দ আশরাফ

তোমাকে ভাবাবোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িতে ৪২টি এয়ার কন্ডিশনার পাওয়া গেছে। একটি বাড়িতে কতটি কক্ষ থাকলে এতো এয়ার কন্ডিশনার পাওয়া যায়? ছেড়ে যাবার আগে খালেদা জিয়া বাড়িটি থেকে কী কী মালামাল নিয়ে গেছেন, তা আগামীকাল রোববার জাতির সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় ‘ময়মনসিংহ মুক্ত ও বিজয় উপলক্ষে মুক্তমঞ্চের আলোচনা সভা’য় এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। বলেন, ‘বিএনপি’র সামনে এখন ৩টি ইস্যু। একটি খালেদা জিয়ার বাড়ি ফেরত পাওয়া, অপর দু’টি তার দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা পাচারের মামলা এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সম্পর্কে বিএনপি মহসাচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যকে ‘রুচিহীন’ বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর টিআই নাম্বার এখনো ইনকাম ট্যাক্স অফিসে রক্ষিত আছে। শেখ হাসিনার স্বামী এ দেশের শীর্ষ শিক্ষক ছিলেন। বিদেশে তিনি বহু বছর শিক্ষকতা করেছেন। সুধাসদনের বাড়িটি তৈরি করতে তার ১৫ বছর সময় লেগেছে।

বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় দেড়’শ বছরের পুরাতন দালান রয়েছে। বঙ্গবন্ধুর পিতা তাকে কলকাতায় পড়াশুনা করিয়েছেন। বঙ্গবন্ধু তো খোন্দকার দেলোয়ারের মতো গামছা পড়ে স্কুলে যাননি। সৈয়দ আশরাফ বলেন, দেলোয়ারের সাথে আমি দু’বার সংসদ সদস্য ছিলাম। তার সাথে আমি পার্লামেন্ট থেকে বিভিন্ন বার বিদেশে সফরে গিয়েছি।

ওনি নিজেকে একজন মস্ত বড় প্রাক্তন কমিউনিস্ট দাবি করেন। তার মুখে এসব কথা মানায় না। হয়তো খালেদা জিয়া যা লিখে দিয়েছেন, দেলোয়ার মুখস্ত করে তা বলছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.