বাংলা আমার দেশ
আইনজীবীদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেযারপারসন খালেদা জিয়া। বৈঠকে সেনানিবাসের বাড়ি নিয়ে মামলা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। তার গুলশান অফিসে শনিবার রাত সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে দুই ঘন্টা এ বৈঠক চলে।
এতে অংশ নেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, বিচারপতি টিএইচ খান, ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এম মোরশেদ খান, সাদেক হোসেন খোকা, শামসুচ্ছামান দুদু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার এমপি, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও আবুল খায়ের ভুইয়া এমপি।
আগামী ২৯ নভেম্বরের সেনানিবাসের বাড়ি নিয়ে আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয় নিয়েও আলোচনা হয়। এসময় উপস্থিত সকলেই মামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। সরকার পতনের আন্দোলনের বিষয়, প্রধান বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণের জন্য যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, ব্যারিষ্টার নাসিরউদ্দিন অসিম , ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও মহাসচিবের ছেলে পবনের বিরুদ্ধে মামলার বিষয় নিয়েও আলোচনা হয়।
খালেদা জিয়া আইনজীবীদের এসব মামলায় সহযোগিতা করারও নির্দেশ দেন।
সূত্র জানায়, খালেদার বাড়ির বিষয় নিয়ে আরো কি পদক্ষেপ নেয়া যায় এর বিস্তারিত আলোচনা ছাড়াও রোববারের সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার যাওয়া না যাওয়ার বিষয় নিয়েও আলেচনা হয়।
এ ব্যাপারে দলের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, প্রধান মন্ত্রীর হাস্যরসের পাত্র হতে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে যাবেন এটা আমি বিশ্বাস করি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।