অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...
একনদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে মুক্তির সূর্য আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা...
ডিসেম্বর ১৬, ১৯৭১
দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে গর্বিত জন্ম হয় আমাদের, বাংলাদেশের। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত সেই খুশির জোয়ারে ভেসে যায় ঢাকার রাস্তা, মিছিল করে বেরিয়ে আসে সাহসী বাঙালী। জয়ের আনন্দে চোখ ভাসায়, জড়িয়ে ধরে একে অন্যকে। এই অশ্রু পাওয়ার, এই কান্না অর্জনের, এই আনন্দ অধিকার আদায়ের; নিজের ও নিজের পরবর্তি প্রজন্মের স্বাধীনতার।
গত দু'বছর সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে বিজয় দিবস শোভাযাত্রা আয়োজিত হয়েছে।
বিজয়ের গর্বে, পাওয়ার আনন্দে ব্লগাররা বেরিয়ে এসেছে রাস্তায়। নেটিজেন সমাজের একটি ক্ষুদ্র অংশ বিশাল বড় এক প্রাপ্তিকে স্মরণ করেছে শ্রদ্ধায়, ভালবাসায়।
সেই ধারাবাহিকতায় এবারও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আয়োজনের ব্যাপারে আমরা কে কি ভাবছি?
শোভাযাত্রা শুরুর স্থান প্রতিবারের মতই জাতীয় যাদুঘরের সামনে থেকেই কি হবে?
ছোট্ট এই আয়োজনে ব্যানার, ফেস্টুন ইত্যাদী সামহোয়্যারইন থেকেই সরবরাহ করা হয় বলে আমি জানি। এবারও সম্ভবত তাই হবে।
যাহোক বিষয়সংশ্লিষ্ট মতামত, কতৃপক্ষের আয়োজন সংক্রান্ত ভাবনা ও আমাদের উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনার জন্য একটি পোস্টের প্রয়োজনিয়তা উপলব্ধি করে আমি শুরু করলাম...
সবাইকে স্বাগতম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।