আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভা ও নির্বাচন আগামী ২১ মার্চ । জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দুপুর একটা হতে বিকেল ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ডিএসইসি’র প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক আবু তাহের সোমবার এ তফসিল ঘোষণা করেন। তফসিলে বলা হয়, নির্বাচনের জন্য ১১ মার্চ সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংগঠনের কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হবে ১২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ১৪ মার্চ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন অনলাইন নিউজ পোর্টাল নতুন বার্তা ডটকম’র সম্পাদক সরদার ফরিদ আহমদ, এটিএননিউজ’র বার্তা সম্পাদক মহসিন আল আব্বাস, দৈনিক ইত্তেফাক’র যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা উত্তম চক্রবর্তী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।