আমাদের কথা খুঁজে নিন

   

বিনা অর্থে ভারতীয় ট্রানজিটের যাত্রা শুরু

শিক্ষাই হল জাতি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোনো ধরনের ফি ছাড়াই আশুগঞ্জ নদীবন্দর ব্যবহারের মাধ্যমে অতিমাত্রিক বিদ্যুৎ সরঞ্জামের (ওডিসি) ৯৬টি চালান পরিবহনে চুক্তি স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রতিবেশী এই দেশটিকে ট্রানজিট দেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল বাংলাদেশ। আর এর মাধ্যমে বিনা অর্থে ভারতকে ট্রানজিট দেয়ার যাত্রা শুরু হলো। ৩০ নভেম্বর বাংলাদেশের পক্ষে সড়ক ও জনপথ বিভাগ এবং ভারতের পক্ষে ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্ব পাওয়া তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশন সংক্ষেপে ওএনজিসির মধ্যে সমঝোতা স্মারক চুক্তিটি সই হয়। এখন ট্রানজিটের চালান বাংলাদেশের ওপর দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সংযোগ সড়ক খারাপ থাকায় ঠিক এই মুহূর্তেই বিশাল আকৃতি এবং ওজনের চালান পরিবহন সম্ভব হচ্ছে না বটে, তবে যত দ্রুত সম্ভব বাংলাদেশের নদী ও সড়ক ট্রানজিট ব্যবহার করে ভারতীয় যানবাহনযোগে পরিবহন, হবে এসব সরঞ্জাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.