থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
অবশেষে তিনি এলেন।
অবসান হল সকল জল্পনা কল্পনা আর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার। রাত ৮টা ৪৬ মিনিটে বলিউড কিং শাহরুখ খান মঞ্চে আসেন দর্শকদের করতালি আর বর্ণিল আলোকছটার মধ্য দিয়ে। এসেই ‘লাভ মেরা হিট হিট’ গানে শাহরুখ নৃত্য পরিবেশন করে দর্শক মাতোয়ারা করলেন দতর্শক শ্রোতাদের।
বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে ভারত থেকে বয়ে এনেছি অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা। ছোটবেলায় মায়ের কাছে সোনার বাংলার নাম শুনেছেন জানিয়ে শাহরুখ বাংলায় বলেন, বাংলাদেশের মাটিতে, আকাশে, ভাষায়, হƒদয়ে, কাজী নজরুল, জসীমউদ্দীনের কবিতায়, রেজওয়ানা চৌধুরি ও রুনা লায়লার কণ্ঠে সোনা আছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে শেফালি জরিওয়ালা কাটালাগা গানের মাধ্যমে রাত ৮টা ১০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হয়। শেফালি কাটালাগা ও মুন্নি বাদনাম হুই গানে নৃত্য পরিবেশন করেন।
৮টা ১৫ মিনিটে ইশা কোপিকার ডন ছবির আজকি রাত’ গানে নৃত্য পরিবেশন করেন।
এরপর মটর সাইকেলে করে মঞ্চে আসেন বলিউডের অপর জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। তিনি রকঅন ও আপকা য়ো হোগা জনাবে আলি গানে নৃত্য পরিবেশন করেন।
৮.২৯ মিনিটে তিনি বাংলাদেশি দর্শকদের মঞ্চ থেকে অভিন্দন জানান। অর্জুন রামপালের পর ৮টা ৩৪ মিনিটে বলিউডের অন্যতম তারকা রানী মুখার্জী ‘দিল বলে হাড়িপ্পা গানে’র মধ্যদিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করেন ।
তারপর হামতুম ও হে গড়ি গড়ি, শাই সাবা সাবা,গানে নৃত্য পরিবেশন করেন।
মঞ্চে নৃত্য পরিবেশন শেষে রানি মুখার্জী দর্শকদের সঙ্গে সাবলীল বাংলায় কুশল বিনিময় করেন। তিনি বলেন, কেমন আছেন, আমার নাচটা কেমন লাগছে। তিনি দর্শকদের অভিন্দন ও ধন্যবাদ জানান। আবার শাহরুখের সঙ্গে বাংলাদেশে আসার কথা বলে বিদায় নেন।
‘কিং খান লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতে বলিউড তারকা শাহরুখ খান গতকাল দুপুর আড়াইটায় চার্টার বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান।
বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে বিএমডিব্লিউ গাড়িতে করে সরাসরি আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে। আর্মি স্টেডিয়ামের রিহার্সেলে অংশ নেয়ার পর তাকে কিছু সময় বিশ্রামের জন্য হোটেল র্যাডিসনে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের কর্মীদের সঙ্গে শাহরুখ কোনো প্রকার কথা বলেননি। রানি মুখার্জি, অর্জুন রামপাল, ইশা কপিকারসহ অন্যান্য তারকারা বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান।
এদিকে, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামে দর্শনার্থীদের ঢল নামে। মাঠে প্রবেশ করার জন্য স্টেডিয়ামের প্রত্যেকটি গেইটে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টায় শুরু হয় মূল অনুষ্ঠান।
সেই সময় আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অপরদিকে অনেক দর্শনার্থীরা অভিযোগ করে ২৫ হাজার টাকা দিয়ে টিকেট কিনেও বসার জায়গা পায়নি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। মূল অনুষ্ঠান শুরুর আগে ৬.৪৫ মিনিটে বাংলাদেশের সংগীত শিল্পী পারভেজ সংগীত পরিবেশন করেন। ৭.১৫ মিনিটে মঞ্চে এসে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি দর্শনার্থীদের বিভিন্ন সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। সে সময় স্ত্রী নাসরিন চৌধুরিও তার সঙ্গে ছিলেন। সবাইকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করার আহবান জানান।
অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।
১২ সদস্যের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও শাহরুখ খানের বাংলাদেশ সফরে বলিউড অভিনেত্রী রানী মুখার্জী, অর্জুন রামপাল, ইশা কোপিকার, শেফালি জরিওয়ালা প্রমুখ সঙ্গে রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।