Why does life keep teaching me lessons, i have no desire to learn.
গত কয়দিন আমরা অনেক চিল্লাইলাম...........সে যাই হউক এইবার আসেন আমরা আমাদের আতিথেয়তার পরিচয় দিই- কাজের হউক আকাজের হউক দেশের সকল মাথামুথা এখন ঐ খানে, আমরা আমব্লগাররাও জন গনের লগে মিশা যায় কি আর করা । ।
তয় শাহরুখ খানের একটা জিনিস ভাল লাগল যে তার পরিবারটা দেখে.......এত কিছুর পরও সে কি সুন্দর মেইনটেন করে চলেছে এত কিছুর পরও। আমাদের অন্তত একটা জিনিস শেখার আছে জীবনে আমরা যাই করিনা কেন, যাই হইনা কেন নিজের পরিবার অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা আশ্রয়...........শুধু এই জিনিসটা যদি ধারন করতে পারি, তাহলে আর যাই হউকনা কেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুখের হবে।
সবাই নিজের প্রিয়জনদের নিয়ে ভাল থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।