নতুন চাষী
চোখ জুড়ানো স্বর্ণ ফলে বাংলাদেশের মাঠে
আমার বাপে মাঠে যাবে সঙ্গে খন্তা-কাচি
লাঙ্গল জোয়াল হালের বলদ সঙ্গে আমি আছি
চালাই লাঙ্গল মনের সুখে সোনাইমুড়ির চাটে
মাঠের পরে মাঠ চষে যাই ক্লান্তি বিহীন গায়ে
নরম মাটির বুকের ভেতর খোয়াব ছড়াই বীজে
ওঠবে ফসল ভরবে গোলা স্বপ্ন দেখি কিযে
বাপের মতো চাষী হবো হাঁটছি পায়ে পায়ে
বোশেখ মাসের দারুণ খরায় চাষীর স্বপ্ন পুড়ে
গোলা ভরা ফসল বুঝি আর হবে না তোলা
উপস বুঝি থাকতে হবে বাপ মা এবঙ পোলা
আশার আলো ফোটার আগে সন্ধ্যা নামে ভোরে
সেদিন আকাশ দরজা খুলে বৃষ্টি আসে দেশে
চাতকপাখির ঠোঁটে হাসি চাষির কালো চোখে
বিষ্টি যেনো রহম খোদার শুকনো মাটির বুকে
তৃষ্ণা মেটায় ক্ষেতের ফসল সবুজ বাংলাদেশে
ডাক দিয়ে বাপ আমায় বলে নতুন চাষী তুমি
আমার মতো চাষী হলে ওঠবে ফসল ঘরে
মুঠো মুঠো সোনার ফসল ফলবে চরে চরে
তোমার জন্য বাংলাদেশের উর্বরা সব ভূমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।