আমাদের কথা খুঁজে নিন

   

টেকি হেল্প চাই......রিয়েল আই-পি এর সুবিধা অসুবিধা....

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

আজ বাংলালায়নে ৫০০ টাকা দিয়ে আসলাম কারন....প্রতিমাসে এই ৫০০ টাকার বিপরীতে তারা আমাকে একটা রিয়েল আইপি বরাদ্দ করবে.... আমি ফ্রিল্যান্স সাইটে কাজ করতে চাই তাই এই রিয়েল আইপি.... কিন্তু এই রিয়েল আই-পি এর সুবিধা অসুবিধা সর্ম্পকে আমি একটু জানতে চাই......টেকি ভাই/ জানেওয়ালা ভাইরা প্লিজ বিস্তারিত ভাবে আমাকে এর ব্যাপারে জানিয়ে সাহায্য করুন... বিঃ দ্রঃ ইন্টারনেট সর্ম্পকে আমার জ্ঞান খুব একটা... তাই এখানে আমি মনে হয় একটু ভুল করেছি....রিয়েল আই-পি সম্ভবত স্যাস্টিক আই-পি হবে.... মুল ঘটনা.............. আমি প্রতিবার যখন বাংলালায়ন দিয়ে নেট এ লগইন করি তখন প্রতিবার সে আমাকে একটা আই-পি দেয় সেটা স্বভাবতই প্রতিবার ভিন্ন ভিন্ন হয়। কিন্তু শুনলাম যে মাইক্রোওয়ার্ক এ কাজ করতে হলে নির্দিষ্ট একটা আইপি লাগে। এটা বাংলালায়নে জানাই ওরা প্রথমে আমাকে ৫১২ কেবি এর আনলিমিটেড প্যাকেজ নিতে বলে। কিন্ত মাসে মাসে প্রায় ৩০০০ টাকা দেওয়া আমার সম্ভব না তাই ওদেরকে জানালে তারা আমাকে বলে তাহলে স্ট্যাটিক আইপরি জন্য মাসে আলাদা করে ৫০০ টাকা পে করতে হবে। তাই আজ ৫০০ টাকা দিয়ে একটা আবেদন করে আসলাম। কিন্তু এই ব্যাপারে আমি তেমন কিছু জানিনা তাই আপনাদের সবার সাহায্য চাইছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.