আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিক্স বন্ধে চলছে ‘সাইবার যুদ্ধ’

বৃস্টি বিহীন বৈশাখ

একদিকে উইকিলিক্স প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হত্যার হুমকি৷ অন্যদিকে ইন্টারনেট থেকে উইকিলিক্সকে মুছে দেওয়ার চেষ্টা৷ সবমিলিয়ে বেশ বিপর্যস্ত উইকিলিক্স৷ সংস্থাটিকে সাহায্যে অবশ্য এগিয়ে এসেছে ইউরোপ৷ জুলিয়ানের বিরুদ্ধে নতুন পরোয়ানা উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ বর্তমানে সম্ভবত ব্রিটেনে আত্মগোপন করে আছেন৷ তাকে গ্রেপ্তারে সুইডিশ সরকার নতুন এক পরোয়ানা জারি করে৷ এই কাজে সহায়তা করছে ইন্টারপোল৷ মোটের ওপর, হত্যার হুমকিও পেয়েছেন তিনি৷ জুলিয়ান অবশ্য এতসবের মাঝেও শুক্রবার খানিকের জন্য ইন্টারনেট চ্যাটে হাজির হন৷ গার্ডিয়ানকে জুলিয়ান জানান, তাকে কিংবা উইকিলিক্সের কোন ক্ষতি করা হলে লাখখানেক গোপন কূটনীতিক বার্তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়বে৷ সাইবার যুদ্ধ বৃহস্পতিবার দিবাগত রাতে বন্ধ হয়ে যায় উইকিলিক্সের আসল ঠিকানা উইকিলিক্স ডটঅর্গ৷ এর ছয় ঘন্টা পর সংস্থাটি ইন্টারনেটে ফিরে আসে নতুন নামে, উইকিলিক্স ডটসিএইচ৷ এএফপি অবশ্য জানিয়েছে, উইকিলিক্স ডটসিএইচ ঠিকানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে৷ বারবার সাইবার হামলার অজুহাতে এই ঠিকানাটি বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থাগুলো৷ সম্প্রতি আড়াই লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে উইকিলিক্স তবে ডয়চে ভেলের বন কার্যালয় থেকে জার্মান সময় শনিবার ভোর তিনটা পর্যন্ত উইকিলিক্স ডটসিএইচ-এ প্রবেশ করা গিয়েছে৷ এবার ২১ ঠিকানা উইকিলিক্সকে সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপের পাইরেটস পার্টি৷ ইতিমধ্যে এই দল উইকিলিক্সের জন্য ২১টি আলাদা ইন্টারনেট ঠিকানা যোগাড় করেছে৷ এর মধ্যে রয়েছে একটি জার্মান ঠিকানা, যাকে বলে উইকিলিক্স ডট ডিই৷ জার্মানির সঙ্গে উইকিলিক্সের সখ্যতা কিন্তু আরো রয়েছে৷ ইন্টারনেটভিত্তিক সংস্থাটি যে আর্থিক তহবিল যোগাড় করে, তাও জমা হয় জার্মানি এবং আইসল্যান্ডের দু'টি ব্যাংকে৷ এদিকে, ইয়েমেনের আল-কায়দা ঘাঁটিতে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে গোপনে সহযোগিতা করেছেন স্বয়ং ইয়েমেনের প্রেসিডেন্ট৷ উইকিলিক্স থেকে পাওয়া এই খবর নিয়ে শুক্রবার বেশ আলোচনা শোনা গেছে৷ তবে আরো যে বিষয়টি আলোচনায়, তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর কার্যালয়ে উইকিলিক্স নিষিদ্ধ করা হয়েছে৷ দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.