স্বপ্ন ভরা জীবন আমার...
রাজাকার সাকা
কথা বলে বাঁকা,
জামাতের হয় কাকা
ধরে দিতে চাই ডলা।
সাকা বলে, চাচা
আমারে বাঁচা।
সালাউদ্দিন কাদের চৌধুরী, বাংলার এক বীর সেনানি। '৭১ এ পাক সেনাদের সাথে হাত মিলিয়ে বিশিষ্ট রাজাকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তারপর দেশ স্বাধীন হল।
রাজাকাররা খোলস পালটে মুক্তিযোদ্ধা হওয়ার চেস্টা করল কিন্তু বাংলার এই বীর সন্তান নিজের খোলস না পালটে দাম্ভিকতার সাথেই ৩২ বছর বাংলার মাটিতে রাজনীতি করছেন। কত সরকার এল গেল কত বিচার আচার হল কিন্তু এই সাহসী বীর সেনার কিছুই হল। তত্ত্বাবধায়ক সরকার তাকে ধরার দুঃসাহস দেখালেও পরে আর পানি ঘোলা করে নি। এখন যুদ্ধপরাধ বিচার ট্রাইবুনাল সব রাঘব বোয়ালকে শ্বশুর বাড়িতে নিয়ে আদর সোহাগ করছে কিন্তু এই সাকা চৌ. কে তারা এখনো দেশের স্বার্থে ধরছে না।
কেন ??? কেন ??? কেন ????
জাতি জানতে ছায়।
!!!!
এই রাজাকার এখনো দেশের স্বার্থে কাজ করছেন, দেশের মানুষ নিয়ে তাঁর অনে...ক ভাবনা, দেশের রাজনিতী নিয়ে অনেক চিন্তাশীল।
আসুন বিজয়ের এ মাসে শ্রদ্ধাভরে স্মরণ করি এই প্রথিতযশা রাজাকার সাকা চৌ. কে ।
আর জাতির কর্তা ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানাই এ ভাঁড়টিকে যথাস্থানে যথাযথ মর্যাদায় আসীন করার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।