আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরে জনসমাবেশ নাকি অফিস ফেরত হাটার লোকজন

এক জনকে পোস্ট দিতে দেখলাম যে মিরপুরে জনসমাবেশ নাকি অফিস ফেরত হাটার লোকজন যারা বাস বন্ধ থাকাতে হেটে যাচ্ছিল...। রাস্তার লোকের কথা বাদ দিন। সমাবেশস্হলে যত লোক ছিল, বলতে চান যে তাদেরকে সরকার ভাড়া করে নিয়ে এসেছে.........। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যুব সমাজকে বুঝতে চেস্টা করুন। এই যুবসমাজই নেক্সট ৩০-৪০ বছর ভোট দিবে.... বিনপি কেন জামাতের শহীদ মিনার আক্রমন, জাতীয় পতাকা ছিড়া, মসজিদে আগুন এসব ব্যাপারে কোন প্রতিক্রিয়া না দেখানো তা যুব সমাজ ঠিকই বুঝে উনাদের আসল মূল কোথায়। কারা দেশকে আধুনিক সুখী সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে.... যারা পত্রিকার হুলুদ সাংবাদিকতার কথা বিশ্বাস করে ঢালাও ভাবে রাজাকার বিরুধী আন্দোলনকে নাস্তিকতার কথা বলে আক্রমন করে, যারা বিশ্বাস করে যে শেখ হাসিনার ছেলে বিদেশ থেকে 'ব্লকার' এনে ধর্ম বিরুধী লেখালিখি করাচ্ছে... না যারা নিজের প্রানের টানে , নিজের বিশ্বাসের উপর দাড়িয়ে শাহবাগে জমায়েত হয়ে নিজের খেয়ে-পড়ে দিনের দিনের পর দিন গলা ফাটিয়ে যাচ্ছে..। আর যা বলেন টাকা দিয়ে এই বিশ্বাসকে প্রভাবিত করা যায় না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।