আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকদের নিয়ে একটি নির্দোষ জোক

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

এক নাস্তিক বনের মধ্যে দিয়ে হাটছিল। আর বিবর্তনবাদের প্রশংসা করতে করতে নিজেকে বলছিল, আহা কি সুন্দর গাছপালা, কি সুন্দর নদী, কি সুন্দর পশুপাখি, সবকিছুই বিবর্তনবাদের সৃষ্টি। যখন সে নদীর পাশ দিয়ে হাটছিল তখন ঝোপঝাড়ের মধ্য আওয়াজ শুনা গেল। পিছন তাকিয়ে দেখল ৭ ফুট লম্বা একটা ভালুক তার দিকে ধেয়ে আসছে। প্রান বাচানোর তাগিদে দৌড় লাগাল নাস্তিক।

এত জোড়ে দৌড়াতে শুর করল সে যে চোখে পানি এসে গেল তার। এরি মাঝে পিছন ফিরে তাকিয়ে দেখল ভালুকটা তার আর কাছে এসে গেছে। কলজে কাপা শুরু করল তার। আর জোড়ে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে গেল সে। ঠিক তখনই দেখল ভালুক তার ডান থাবা উঠিয়েছে আঘাত হানার জন্য।

ঠিক ওমনি সময় সে চেচিয়ে উঠল "ও খোদা বাচাও আমায়....." সময় থেমে গেল। ভালুক পাথর বনে গেল। বনে নিষ্তব্ধতা নেমে এল। এমনকি নদীর শ্রোত থেমে গেল। হঠাৎ মাথার ওপর আলোর ঝলকানি দেখতে নাস্তিক।

তারপর শুনতে পেল আওয়াজ, তুমি সারা জীবন আমাকে অস্বীকার করে এসেছ,আবার অন্যকেও উতসাহ জুগিয়েছে আমায় অস্বীকার করার জন্য। এমনকি পৃথিবী সৃষ্টির কৃতিত্ব দিয়েছ কসমিক একসিডেন্টকে। এখন চাইছ বিপদে তোমায় রক্ষা করি। আমি কি ভাবতে পারি তুমি এখন একজন আস্তিকে পরিনত হয়েছ? এবার নাস্তিক সরাসরি আলোর দিকে তাকিয়ে বলল এটা আমার জন্য খুবই কষ্টকর হবে একজন আস্তিক বনে যাওয়া। এর চাইতে ভালুকটাকে ধার্মিক (আস্তিক) বানিয়ে দাও।

"ঠিক আছে" ওপর থেকে আওয়াজ আসল। আলোর ঝলকানি মিলিয়ে গেল। সময় আবার বইতে শুরু করল। বনে সরব হয়ে উঠল। নদীও বইতে শুরু করল।

তারপর ভালুক তার ডান থাকা নিচে নামিয়ে দুই থাবা একসাথে উঠিয়ে আনল। তারপর মাথা নামিয়ে আঘাত হানল নাস্তিকের উপর। আর বলতে লাগল: "হে খোদা যে খাদ্যটি এখন আমি গ্রহন করতে যাচ্ছি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই.......আমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.