আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাএদের কৃতি

ochena pothe hate valo lage

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাএদের একটি কৃতির কথা উল্লেখ না করে থাকতে পারলাম না ,নিজের কাছে অপরাধী মনে হল । আর সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালযের বাস । মুগদাপাড়া রুটের শ্রাবণ বাস আজ সকালে সাড়ে আটায় যখন কার্জন হলের মোড়ে তখন পাশের থেকে একটি লোকাল বাস এসে শ্রাবণ বাসে ধাক্কা লাগে । শ্রাবণবাসের কোন ক্ষতি হয়নি ,অথচ বাসে বসে থাকা বাংলাদেশের সর্ব্বোচ ডিগ্রী, উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা ছিল। বাসে ধাক্কা লাগার সাথে সাথে ছাএরা বাস থেকে নেমে গিয়ে যে বাসটি ধাক্কা দিয়ে ছিল সেই বাস ড্রাইভারকে ধরে মারধর করল ।

বাসের কাঁচ ভেঙে ফেল,এটা কি তাদের করা ঠিক হয়েছে। তাছাড়া তাদের বাসেরও তো কোন ক্ষতি হয়নি । তবে কেন ড্রাইভারকে মারধর করল। আমরা তো জানি আমাদের দেশের ড্রাইভাররা অশিক্ষিত কিন্তু যারা শিক্ষিত তারা কি করছে। একটা কিছু পেলেই শুরু করে দেয় বাসে আগুন দেয়া,রিকশাওয়ালাদের মারধর করা,গাড়ি ভাঙচুর করা প্রভূতি ঢাবি'র ছাএদের দৈনিকের র্কম হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকরা কি ছাএদের এই শিক্ষা দেয়। যদি না হয়,তাহলে তাদের এমন করার অর্থ কি ? ছাএরা কি ড্রাইভারদের মত অশিক্ষিত , ন্যায়-অন্যায় বুঝেনা। তবে তারা কি শিখে,আমি বুঝতে পারি না। অশিক্ষিত ড্রাইভার কে তো তার অন্যায়ের শাস্তি দিল কিন্ত শিক্ষিত হয়ে যারা অন্যায় করল তাদের শাস্তি কে দেবে?মারধর,বাসে আগুন দিলেই কি সব সমাধান হয়ে যাবে। তোমাদের মেধা দিয়ে যদি সহজ কিছুকে সমাধান না দিতে পার তবে তোমরা কিসের শিক্ষিত?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.