আমাদের কথা খুঁজে নিন

   

প্রশংসা শুনতে মনে হয় সবারই .....

আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা

"মানুষের মধ্যে যতক্ষন প্রর্যন্ত কোন কিছু করার প্রতি প্রবল আগ্রহ থাকে ততক্ষন প্রর্যন্ত তার মধ্যে অধ্যবসায় বা প্ররিশ্রম থাকে" অর্থাৎ ততক্ষন প্রর্যন্ত সে ঐ কাজ একনিষ্ট ভাবে করতে পারে। কাজেই কোন কাজের সফলতা নির্ভর করে অধ্যবসায় বা প্ররিশ্রমের উপর, আর অধ্যবসায় বা প্ররিশ্রমের জন্য প্রয়োজন প্রবল আগ্রহ। স্বাভাবিক ভাবে দেখা যায় যে কেউ যখন কোন কাজ শুরু করে তখন যদি ঐ কাজের প্রতি তার আগ্রহ থাকে তবে সে একনিষ্ট ভাবে তা করতে চেষ্ট করে । কিন্তু যখনি কাজের ফলাফল শুন্য বা হতাশজনক হয় ঠিক তখনই অনেকেই কাজের উপর আগ্রহ হারিয়ে ফেলতে দেখা যায়। কোন কোন ক্ষেক্রে কেউ আবার তার আগ্রহ ধরে রাখে।

তবে তা সবার ক্ষেত্রে দেখা যায় না। এই জন্যই পৃথিবীতে সবাই প্রতিষ্ঠিত পর্যায়ে নেই। কাজের প্রতি আগ্রহ বাড়ানোর অন্যতম একটি উপায় হচ্ছে কারো কাছ থেকে ভালো ভালো প্রশংসা পাওয়া। একটা ছোট উদাহরন দেইঃ ধরুন আপনি একটি কাজ শেষ করার পর কাউকে দেখালেন বা অন্য কেউ কোন ভাবে আপনার কাজটা দেখতে পেলো। কাজটা যদি ওনার কাছে পছন্দণীয় হয় তখন যদি সে আপনার উদ্দেশ্যে কোন প্রশংসা করে স্বাভাবিক ভাবেই নিঃশ্চই আপনি মনে মনে খুব খুশি হবেন।

এতে করে এই ধরনের কাজের প্রতি এবং এই ধরনরে কাজ করার প্রতি নিঃশ্চই আপনার আগ্রহ বেড়ে যাওয়ার কথা। আবার ধরুন আমি যে এই ব্লগটি লেখেছি তা পড়ার পড় যদি আপনাদের ভালো লাবে এবং আপনারা ভালো ভালো কোন কমেন্টস্ পোস্ট করেন স্বাভাবিক ভাবে ব্লগে লেখার প্রতি আমার আগ্রহ বেড়ে যাবে। আমি সব সময়ই তখন চেষ্ট করতে থাকব এর থেকেও ভালো কিছু করা যায় কিনা। তাই সর্বশেষে আমি এই কথাখানাই বলল যে, প্লিজ চেষ্ট করুন অন্যের ভালো ভালো কাজে ভালো ভালো প্রশংসা করে তার মধ্যে আগ্রহ বাড়িয়ে দিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।