আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।
' বিসমিল্লাহির রহমানির রহিম'
এমন মানুষের মুখোমুখি প্রশংসা করা যে তা শুনে আত্মগর্বে গর্বিত হয়ে ওঠে অথবা নিজেকে অনুরূপ মনে করে তবে তার জন্য এবং প্রশংসাকারীর জন্যও এই প্রশংসা এক জিহ্বার আপদ । সুতরাং তারীফে অতিরন্জন করে কাউকে ফুলানো উচিত নয়।
নাবী (সঃ) এর নিকট এক ব্যক্তি একজনের মুখোমুখি প্রশংসা করলে তিনি বললেন ," হায় ! হায় ! তুমি তোমার সাথীর গর্দান কেটে ফেললে !" এইরূপ বারবার বলার পর তিনি বললেন, " তোমাদের মধ্যে যদি কাউকে একান্তই তার সাথীর প্রশংসা করতে হয় তাহলে সে যেন বলে, আমি ওকে এইরুপ মনে করি '-যদি জানে যে সে প্রকৃতই এরূপ-' এবং আল্লাহ ওর হিসাবগ্রহনকারী । ' আর আল্লাহর জ্ঞানের
উপর কারো প্রশংসা করি না ।
" বুখারী ও মুসলিম ।
একদা নাবী (সঃ) এক ব্যক্তিকে অপর এক ব্যাক্তির (সামনা সামনি) অতিরিক্ত সীমাহীন তারীফ করতে শুনে বললেন , "তুমি লোকটার পৃষ্ঠ কর্তন বা তাকে ধ্বংস করলে । " বুখারী ও মুসলিম ।
এক ব্যাক্তি হযরত ওসমান (রাঃ) এর সামনেই তাঁর প্রশংসা শুরু করলে
মিকদাদ (রাঃ)হাটুর উপর ভর করে চলে তার মুখে কাঁকর ছিটাতে শুরু করলেন।
ওসমান(রাঃ) তাঁকে বললেন, কী ব্যাপার তোমার ? বললেন, রসুল (সঃ) বলেছেন, "তোমরা (মুখোমুখি) প্রশংসাকারীদের দেখলে তাদের মুখে ধুলো ছিটিয়ে দাও ।
" মুসলিম ।
তিনি আরো বলেন, "মুখোমুখি প্রশংসা করা ও নেওয়া হতে দূরে থাক, কারন তা জবাই । " (সহীহুল জামে ২৬৭১ নং)
অবশ্য প্রয়োজনে যথোচিত প্রশংসা করা নিন্দনীয় নয়। কোন কর্মে উৎসাহ ও অনু্প্রেরনা প্রদানার্থে একটু তারীফ করা বৈধ এবং ফলপ্রসু ।
শরহে মুসলিম ,নওবী ।
কিন্তু মিথ্যা প্রশংসা করে কারো তোষামোদ ও মনোরন্জন করা নিশ্চয়ই ঘৃনিত কাজ ।
মহান আল্লাহ আমাদের সকলকে এই ঘৃনিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন । আমিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।