যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
আমাদের দেশের ছেলেরা আজকে কি খেলা দেখাইলো !!! ফিল্ডিং ও ভাল হয় নাই আজকে । আমাদের সোনার ছেলে আশরাফুল যারে নিয়ে পুরা দেশ ভাল কিছু আশা করে সেই ফাউল আজকে যা ফিল্ডিং করেছে তাতে মনে হয়েছে যেন পাড়ায় খেলতে নেমেছে !!!
তার হাতে বল থাকে না। আবার এক হাত দিয়ে ধরতে গিয়া বল হাত থেকে বের হয়ে যায়। এইটা রে যে কেন খেলায় নিলো বুজলাম না । এই ফাউল টা রে দিয়া জাতীয় দলে না খেলাইয়া ডিভিশন এ খেলানো উচিত ।
নিঊজিল্যান্ড কে আমরা ধবল ধোলাই দেয়ার পর সবাই খুব চাঙ্গা ভাবেই ছিল এ কয়েকদিন । আর মনে করেছিল জিম্বাবুয়ে আমাদের সাথে খেললে স্রেফ উড়ে যাবে । কিন্তু বাস্তব অনেক কঠিন । এখন চিন্তা হচ্ছে আমার জিম্বাবুয়ে এই না আবার আমাদের ধবল ধোলাই করে ছাড়ে। আল্লাহ না করুক, এটা হলে মান সম্মান যা ছিল সব যাবে ।
নিঊজিল্যান্ড এর বিপক্ষে সিরিজ জেতার পর খেলোয়ারদের পুরুষ্কার দিতে দিতে আকাশে উড়িয়ে দেয়া হয়েছিল । গাড়ি, বাড়ি আরো কত কি!!! মাটি তে যেন পা পড়ে না !! পারলে ফ্রী একটা বউ দিয়া দেয় !!! আমার কথা হল, এসব এত কিছু দিয়া তাদের মাথা নষ্ট করার তো কোন মানে হয় না।
জাতীয় দলের এখন সব খেলোয়ারদের বয়স গড়ে ২৫ । এখন ও অনেক বছর তাদের খেলতে হবে । ধাপে ধাপে উঠতে হবে আরো উপরে।
আর এখন ই যদি তাদের কে আকাশে উড়িয়ে রঙ্গিন স্বপ্নে বিভোর করে দেয়া হয় তাহলে তাদের মাথা আউলা হয়ে জেতে বাধ্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।