আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু না - নাস্তিক না : ছাগবান্ধব-ও না - নাগবান্ধব-ও না



ছাগু এবং নাস্তিক । উভয়েই পরিত্যজ্য । একটা দেশের শত্রু - অন্যটা বিশ্বাস এবং ধর্মের (মূলত ইসলাম) শত্রু । এবং কমনলি দুইটাই জাতির শত্রু । দুইটাই ক্ষতিকর ।

বিষাক্ত । নাস্তিকরা হলো সাপের মত - পিচ্ছিল - ঘিনঘিনে এবং ক্ষতিকর । আবার, নাস্তিকদের কথাবার্তার ধরন এবং চিন্তার সীমাহীন সীমাবদ্ধতা খেয়াল করলে এক অর্থে নাস্তিকরাও ছাগু (ছাগুতে আপত্তি থাকলে ছাগল ও বলা যেতে পারে) । এ ধারনা থেকে ছাগনাস্তিক বলে একটা টার্ম ব্লগে রয়েছে । তো, এই বিষাক্ত ব্লগ-নাস্তিকদের সাথে সাপের তুলনা করাই বেশি যৌক্তিক ।

কেননা এদের চিন্তাভাবনা মাটির ওপরে গড়াগড়ি খেয়েই আগায়, কখনো মাথা তুলে আকাশে তাকানোর মত সামর্থ এদের নেই। খুব সংকীর্ণ কিছু মুখস্ত "যুক্তি" এবং তথ্য নিয়ে এরা সারাক্ষণ চেষ্টা চালায় মানুষের হাটুর নীচে ছোবল মারতে । তবে এরা এদের বিষাক্ত নি:শ্বাস ছড়িয়ে দিতে সবচেয়ে পারঙ্গম । একথা সত্য । নিজেদের অজান্তে অথবা জেনেবুঝে অনেক ব্লগারের করা কমেন্ট বা পোষ্ট কখনো ছাগুর প্রতি সহানুভূতিশীল বলে মনে হলে তাকে ছাগবান্ধব ট্যাগ লাগানো হয় ।

ঠিক্ একই ভাবে যেসব "আস্তিকে"রা এই বিষাক্ত নাস্তিকদের সাথে দহরম মহরম সম্পর্ক রাখে - তাদের জন্য নাগবান্ধব টার্মটা খুবই উপযুক্ত । যে সাপেরা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটিকে - ইসলামের প্রিয় নবীজিকে - অন্তত একবারের জন্য হলেও জঘন্য গালি দিতে পারে, সেই সাপদের কে যারা নিজেদের বন্ধু বলে পরিচয় দেয়, ভাই ভাই ডেকে আহলাদে গদগদ করে, সেই নাগবান্ধব রাও সমানভাবে ঘৃণিত এবং পরিত্যজ্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.