আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়ারইন ব্লগে আমার করা কয়েকটি পিডিএফ ই-বুক (আপডেটেড)

~ ভাষা হোক উন্মুক্ত ~
মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ প্রকাশকালঃ মে'২০০৯ মা – হৃদয়ের গভীরতম অনুভূতির সাথে মিশে থাকা একটি নাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার অনাবিল স্নেহধারায় সিক্ত প্রতিটি প্রাণ। গল্পকথা অথবা বাস্তবতায় যার উপস্থিতি দিবালোকের মত সুস্পষ্ট, আবেগময়। যাকে নিয়ে লিখতে গেলে চোখের কোণ ভিজে ওঠে, যার ঋণ শোধ করার ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকেই দেননি – সেই মা কে নিয়ে আমাদের লিখা ব্লগগুলি থেকে এই ব্লগ সঙ্কলন। ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল ------------------------------------------------------------------------------ "হারানো হিয়ার নিকুঞ্জ পথে" - কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন প্রকাশকালঃ অগাষ্ট'২০০৯ কৃষক - কিষনীর ভালবাসার এই গল্পটা লেখা আছে ওদের যুগল ব্লগে ।

একই ব্লগে দিনের পর দিন ওরা লিখে গেছে ওদের মনের কথা গুলো, আমার ধারনা একজনের লেখা ব্লগ পরে অন্যজন অবাকও হয়েছে খানিকটা, যদিও তখন তারাই ছিল গল্পের কেন্দ্রীয় চরিত্রে। কিন্তু আজ তৃতীয় নয়নে এত দিন পরে করা স্মৃতীচারনটা হয়তো কিছুটা অন্য রকম লেগেছে তাদের কাছেও। বাস্তবতা আর আবেগের মালায় জড়ানো এই ভালবাসার গল্পটা এত জীবন্ত, এত গতীময় - যেন পাঠক মিশে যাবে ঘটনা প্রবাহের সেই সময়টাতে, আজ থেকে পনের বছর আগের সেই দিনগুলিতে। ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল ------------------------------------------------------------------------------ বসন্তদিন প্রকাশকালঃ নভেম্বর'২০০৯ ব্লগের প্রিয় মুখ বরুণা প্রতিফলন । তাদের অসাধারন ভালবাসার ধারাবাহিক "বসন্তদিন"।

পঞ্চাশটিরও বেশী পোষ্টে তারা স্মৃতিচারন করেছে তাদের ভালবাসার। বরুণা নীল প্রজাপতির মত উড়ে উড়ে বলে গেছে তার হৃদয়ের কথা। স্বভাবসিদ্ধ চঞ্চলতা আর আকাশ ছোঁয়া আবেগের মাঝেও তার লেখনীতে উঠে এসেছে কষ্টের শীতলতা। তাদের প্রতিটি পোষ্টেই আছে মন কেমন করা সব কথা। এক নিশ্বাসে পড়ে ফেলতে ইচ্ছে করে তাদের কাহিনী।

দুটি ভিন্য ব্লগে লেখা ধারাবাহিকের সবকটি পর্ব নিয়ে আমার আর অপ্সরার যৌথ প্রযোজনায় - ইবুক "বসন্তদিন"। ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল ------------------------------------------------------------------------------ ভালোবাসি - ভালবাসা দিবস ২০১০ উপলক্ষে সঙ্কলন প্রকাশকালঃ ফেব্রুয়ারী'২০১০ ভালোবাসা দিবস ২০১০ উপলক্ষে প্রকাশিত হলো সামহয়ারইন ব্লগের ব্লগারদের লেখার সঙ্কলন “ভালোবাসি"। অত্যন্ত অল্প সময়ের নোটিশে লেখা আহবানের কারণেই হয়তো আমরা আশানুরুপ সাড়া পাইনি, তবুও আপনাদের হাতে ছোট বড় মিলিয়ে ২৫টি লেখায় সমৃদ্ধ এই ষাট পৃষ্ঠার সঙ্কলনটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল ------------------------------------------------------------------------------ মা দিবস ই-বুক - "মমতাময়ী" প্রকাশকালঃ মে'২০১০ মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন।

বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্যত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়। মা দিবস উপলক্ষে সামহয়ারইন ব্লগের ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক "মমতাময়ী"। মা'কে নিয়ে লেখা বারটি রচনা স্থান পেয়েছে এই সংকলনে।

সংকলনে অন্তর্ভুক্ত সবকয়টি লেখার পরতে পরতে উঠে এসেছে মা’-র জন্য ভালবাসা ও আবেগের উচ্ছাস। মমতাময়ী ই-বুকটি ডাউনলোড করুন এখান থেকেঃ মমতাময়ী - পিডিএফ ফরম্যাট (৭৫০ কিলোবাইট) মমতাময়ী - জিপ ফরম্যাট (৬৮০ কিলোবাইট) ------------------------------------------------------------------------------ ই-বুকঃ বুকের জমিনে ছোট পারিজাত এক..... প্রকাশকালঃ মে'২০১০ সহেলী, ব্লগের প্রিয় মুখ। তার লেখা আবেগী সব কবিতা আর গল্পের পাঠক অনেকেই। সুন্দর সাবলীলতায় সহেলী লিখে যান তার রচনা। তার লেখাগুলোতে প্রায় সময়েই উঠে আসে মন উদাস করা একটা অনুভুতী, যা ব্লগার সহেলীকে করে দিয়েছে আর সবার চাইতে একটু আলাদা।

তার ব্লগে ঝটপট ঢুকে পরে, ব্লগ পড়ে কমেন্ট করে সহজেই বেড়িয়ে আসা যায়না। তার লেখাগুলো মাথায় ঘুরতে থাকে দীর্ঘ সময় ধরে। প্রিয় এই কবিকে নিয়েই আমাদের এবারের আয়োজন। আশা করি আপনাদের ভাল লাগবে। ডাউনলোড করুনঃ মিডিয়াফার থেকেঃ বুকের জমিনে ছোট পারিজাত এক ----------------------------------------------------------------------------- ~স্বপ্নজয়~ এর "স্বপ্নজয়" ব্লগার ~স্বপ্নজয়~, প্রায় তিন বছর তিনি লেখালেখি করছেন সামহোয়ারইন ব্লগে।

ব্লগ আর আড্ডা তার নেশা। হাজার ব্যস্ততার মাঝেও লেখালেখি আর ব্লগকে ছাড়েননি। সামু ব্লগের প্রায় সবাই তাঁকে চেনেন। সবার খুবই প্রিয় একজন ব্লগার। হাসিখুশি আর সহজ সরল।

এক সময় ব্লগের সবাইকে মাতিয়ে রাখতেন আড্ডা আর তার লেখা সুন্দর সব গল্প, মজার সব রম্য আর মন্তব্য দিয়ে। ডাইনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল -- জিপ ফাইল -----------------------------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.