শিবির পিডা
প্রবাসে থাকি। মিস করি প্রানের বাংলা, প্রানের মাতৃভূমি, আজীবন চেনা জানা মানুষগুলোকে। সব সময় কুড়ে কুড়ে খায় বাংলা বলতে না পারার কষ্ট। ইন্ডিয়ান দোকানগুলোতে যখন হিন্দি বলতে হয় তখন নিজের জাতীয়তাবোধের আজন্ম অহংকারবোধ স্তব্ধ হয়ে আসে। ইচ্ছা না থাকার পরও যখন পাকিস্তানিদের সাথে কলিগমেন্ট রাখতে হয় তখন ইচ্ছে করে চিৎকার করে দেশ মাতৃকা'কে বলি মাগো দেখ আমি শুয়রদের সাথে সহবস্থান করছি।
চারদিকে বাংলাকে যখন মিস করার হাহাকার চলছে তখন নেটে একদিন কিভাবে যেন এই সামহয়ারইনের ঠিকানা টা পেয়ে গেলাম। এইত যা খুঁজছি আমি তাই। দারুন একটা সাইট মনে হল আমার। অনেক দিন আসছি এখানে পড়ছি পোষ্টগুলো। সবচেয়ে মজা পাচ্ছি মন্তব্যগুলো পড়ে।
মাঝে মাঝে কিছু মন্তব্য পড়ে স্বশব্দে হেসে উঠি, হাসতে হাসেত পেটে খিল ধরে যায়। এসেই ইচ্ছা ছিল রেজিস্ট্রেশন করার কিন্তু যে কোন ধরনের ওয়েব সাইটে রেজিঃ করার মারাত্মক অনীহা আমার নেট ইউজের প্রথম দিক থেকেই। সেই অভ্যাস বশতঃই করি করি করেও রেজিঃ করা হয় নি। কিন্তু একদিন করেই ফেললাম। মাঝখানে কয়েকমাস অফিসের কাজে কিছুদিন বাইরে থাকতে হয়েছিল তাই সামহয়ারইন থেকে বিছিন্ন ছিলাম।
আশা করি এখন থেকে নিয়মিত হব। সবাই'কে অশেষ ধন্যবাদ এবং সর্বোপরি সামহয়ারইনের উত্তোরত্তোর সাফল্য কামনা করছি।
হেপ্পি ব্লগিং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।