যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
সামহয়ারইন ব্লগ আমার মনের এত গভীরে স্হান করে নিয়েছে, যে এর কথা ভাবলেই চোখে জল এসে যায় । কি অনবদ্য একটা স্হান । কি অভিনব এর অবস্হান । কি অতুলনীয় এর মডারেটর, কতৃপক্ষ, লেখক - পাঠক সবাই ! সবাই একে আদর করে সামু ডাকে ।
জানিনা কতদিন বেচে থাকব, জানিনা সামু থাকবে কতদিন, সময় তো এমন এক ঘাতক যা পৃথিবীর কাউকেই ছেড়ে দেয় না । কালের গহব্বের নি:শেষ হয় সব কিছু ।
সব পাখি ঘরে ফেরে, সব নদী, ফুরায় এ জীবনের সব লেনদেন ..
সামু আছে আমি নাই, বা আমি আছি সামু নাই,
সামুতে বারবার ফিরিবারে চাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।