৫;মৈথুনানন্দ বলেছেন: খুব চিন্তায় ফেলে দিলেন তো! মনে হচ্ছে আপনি বাংলাদেশের কোনো প্রথিতযশা লেখক - ডিস্গায়স ধরে আছেন।
বিহংগ বলেছেন: বাংলা গদ্যের অমানিশা দূর হোক । একেবারে খাশা।
ডক্টর অব মেন্টাল ডিসঅর্ডার বলেছেন: গদ্য লেখা একটা জন্মগত ব্যাপার আপনে জন্মাইসেন আপনাকে ৫
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: চমতকার গল্প । এমন করে পাঠককে টেনে নিয়ে যায়, চুম্বক যেনো শব্দের গাঁথুনি ।
মাই গড ।
রাশেদ বলেছেন: সত্যি বলতেছি আপনার লেখাগুলা আসলেই খুব ভালো। নজমুল আলবাবের পর ব্লগে আরেকজন ভাল গদ্যলেখক পেলাম।
তানভীর বলেছেন: উচচমার্গের সাহিত্য। কয়েকবার পড়ার পর মাথায় ঢুকেছে।
বানান ভুলগুলি অবশ্য পীড়াদায়ক।
জুবুথুবু বলেছেন: 'কি জটিল, আর কি জাদুকরী। " সন্ধাপ্রদীপের সাথে সহমত, এরচেয়ে ভাল করে আমি হ্য়তো বলতে পারতাম না।
পরবর্তি কিস্তির অপেক্ষাতে থাকবো।
আপনিকি হেরমান হেস এর ভক্ত?
৬;কামপূরুষ বলেছেন: সম্পাদকরা লেখা পড়ে দেখে না।
তেল-এ কাজ করে। আপনি যত্ন করে লিখুন। ব্লগে বা ছাপার অক্ষরে আপনার লেখার পাঠকের অভাব হবে না। জীবনের ছোটছোট দুঃখসুখকে এত যত্ন করে তুলে ধরা অনেক বড় লেখকের পক্ষেই সম্ভব।
নাজিম উদদীন বলেছেন: ও মাই গড
এক্কেবারে গাঁও-গেরামের কথা।
সৈয়দ ওয়ালীউল্লাহ ফ্রান্সে বসে লালসালু লিখেছিলেন, আপনাকে দিয়ে হবে।
উপরের কথাগুলো লিখেছেন সামহয়ারইনব্লগে আমার কিছু বন্ধুরা। শেরালী-র ৫ এবং ৬ পর্ব পড়ে। আমি খোকা বাবু অনুবাদ করি আমার স্ত্রী-র জন্য। কিন্তু প্রকাশের কোন পথ পাইনি।
তীরন্দাজ এখানে তখন নিয়মিত লেখক। একদিন সার্চ দিয়ে ব্লগটা খুজে পেলাম।
ছায় বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নিচি পুতুলের কি দোষ!
নিবন্দনের সময় এ কথা মনে রেখে পুতুল নিকটা পছন্দ করি। তাতে অনেকে আমাকে মেয়ে মনে করতে থাকেন। প্রতিবাদ করিনি।
এতে সবচেয়ে বেশী ঋণী হয়ে আছি আহমাদ মুজতবা-র কাছে। খোকাবাবুর অনুবাদ পোষ্ট করে এত ভাল লাগে ব্লগারদের মতামতে যে, শেরালী লিখতে শুরু করি। প্রথমে গল্পের মত ছোট ছোট কয়েকটা লেখার পর, উপড়ের মন্তব্য গুলো খুব উৎসাহিত করে। চালিয়ে যেতে থাকি। মাঝখানে থেমে গিয়ে মানুষ আর রাগ ইমনের ঝারি খেয়ে আবার শুরু করি।
ব্লগে প্রথম স্বাগত জানায় রাশেদ। প্রথম কথোপকথন হয় এস্কিমোর সাথে। প্রথম কাব্যালাপ রাগ ইমনের সাথে।
প্রথম ব্যান খাই তৃভূজের ব্লগে। প্রথম অভিযুক্ত হই সন্ধ্যা বাতির কাছে।
সব কিছু ছাড়িয়ে সব চেয়ে যে ব্যাপারটা খারাপ লাগে সেটা হল কর্তৃপক্ষ যখন স্বাধীনতার পক্ষের কাউকে ব্যান করেন (গালিবাজ অভিযোগ এনে)। অথচ স্বাধীনতা বিরোধীরা ইচ্ছেমত মুক্তিযোদ্ধাদের কুকুরের সাথে তুলনা করে। তার প্রতিবাদে রাশেদ আর এস্কিমোর ব্যানের পরে মনটা খুব বিগরে যায়।
তবুও সামহয়ারইনব্লগের কাছে কৃতজ্ঞতা জানাতে কুন্ঠিত নই। এখানে না আসলে আমার লেখা পড়ার যোগ্য হয়, সেটা বুঝতামইনা কোন দিন।
এত এত বন্ধুও পেতাম না। আজ ১ বছর ২ দিন হল, আমি ব্লগার। এটি আমার ৮৩তম পোস্ট। ব্লগটি ৩৪৫১২ বার দেখা হয়েছে। মন্তব্য করেছি ৩৩০৯টি, পেয়েছি ২৩৩৭টি।
হাল খাতা আরো সুন্দর হতে পারতো! ব্লগিং-এর জয় হোক। সব ব্লগারদের ধন্যবাদ। যারা আমার লেখা পড়ে মন্তব্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞ।
মানুষের মত প্রকাশের পথ সহজ হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।