ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"
'যাব উই মেট' মুভির 'তুম সে হি' গানটা যখনই শুনতাম, গানের নামের পাশে গায়কের নামটা বেশ চোখে লাগত। তার চাইতেও বেশি ভাল লাগত গায়কের গায়কী। নামটা বেশ! মাঝে মাঝে বন্ধু মুহিত কে ডাকতাম ওই গায়কের টাইটেল ধরে। যারা হিন্দি গানের অল্প-বিস্তর খোঁজ রাখেন তারা হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন। হ্যা, সাম্প্রতিক সময়ে বলিঊডের অন্যতম সফল প্লেব্যাক সিঙ্গার মোহিত চৌহান- এর কথাই বলছি।
চৌহানের মিউজিক ক্যারিয়ার সম্পর্কে বলার আগে তার সম্পর্কে সবচেয়ে মজার তথ্যটা শেয়ার করার লোভ সামলাতে পারছি না। তথ্যটা এরকমঃ এই গায়কের সংগীত বিষয়ক কোন প্রাতিষ্ঠানিক বা প্রথাগত বিদ্যা নাই , এককথায় স্বশিক্ষিত আর কি!! কন্ঠ দেয়ার পাশাপাশি তিনি খুব ভালো গীটার আর বাঁশিও বাজান!
মোহিত চৌহান তার মিউজিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে হিমাচল থেকে চলে আসেন দিল্লীতে। এক বন্ধু তাকে দুটো জব অফার করেন- 'হয় মিউজিকে আসো, নয় অ্যাড ফার্মে জয়েন কর'। মোহিত বেছে নেন মিউজিক, গঠন করেন "সিল্ক রুট" নামের একটা ব্যান্ড।
প্রথম অ্যালবাম 'বুন্দে'(boondein) এর 'ডুবা-ডুবা'(dooba-dooba)গানটা চলে আসে টপচার্টের এক নম্বরে ,সেই সাথে জুটে যায় চ্যানেল-ভি অ্যাওয়ার্ড । কেন যেন তারপর অনেক কিছুই থমকে গিয়েছিল। মূলত পপ ঘরানার ওই ব্যান্ডএর মাত্র দুটো অ্যালবাম রিলিজ হয় ২০০৮ এ ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত।
এরই মধ্যে বলিউডে প্লে-ব্যাক ক্যারিয়ার এর শুরুটাও হয়ে গিয়েছিল। যদিও অনেকেই বলে থাকেন ২০০৬ এ তার শুরুটা এ আর রহমান এর হাত ধরে 'রঙ দে বাসান্তী' ছবির 'খুন চালা'(khoon chala)গাওয়ার মাধ্যমে, তবে আমার জানামতে তার প্রথম প্লে-ব্যাক মুভি 'রোড' (১৯৯৯)।
এরপর ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত হাতে গোনা কয়েকটা মাত্র মুভিতে প্লে-ব্যাক করেন তিনি। এর মধ্যে ২০০৫ এ 'ম্যায়,মেরি পত্নী অউর ও' মুভির 'ধুঞ্ছা'(dhuncha)গানটা অনেক বেশি আন্ডার-এস্টিমেটেড একটা গান। ২০০৭ এর পর অবশ্য নিয়মিত হতে শুরু করেন মোহিত। গত দু বছর যাবত তিনি বলিউডের প্লেব্যাক জগতে মোটামুটি এমন একটা পজিশনে নিজেকে নিয়ে এসেছেন যে মুভির সংগীত পরিচালকেরা এখন তাকে মাথায় রেখেই বিশেষভাবে গান তৈরী করেন!!
চৌহান এর প্লেব্যাক করা মুভিগুলো হলোঃ
* Road (film) (1999)
* Main Madhuri Dixit Banna Chahti Hoon (2003)
* Lets Enjoy (2004)
* Main, Meri Patni Aur Woh (2005)
* Rang De Basanti (2006)
* Jab We Met (2007)
* Kismat Konnection (2008)
* Ugly Aur Pagli (2008)
* Welcome to Sajjanpur (2008)
* Fashion (2008)
* EMI (2006)
* Delhi-6 (2009)
* 8 x 10 Tasveer (2009)
* Let’s Dance (2009)
* New York (2009)
* Love Aaj Kal (2009)
* Kaminey (2009)
* Tum Mile (2009)
* Well Done Abba (2010)
* Badmaash Company (2010)
* Rajneeti (2010)
* Once Upon A Time In Mumbai (2010)
* Lafangey Parindey (2010)
* Aashayein (2010)
* Robot (2010)
* Anjaana Anjaani (2010)
* Rockstar (2010)
* Crook(2010)
* Dus Tola(2010)
* Isi Life Mein(2010)
তার খুব পরিচিত এবং অসাধারন কয়েকটা গানের ইউটিউব লিঙ্কঃ
dhuncha
boondein
tune jo na kaha
tum se hi
masakkali
yeh dooriyan
tujhe bhula diyan
pee loon
tujhko jo paya
মোহিত চৌহান এর কন্ঠের বা গায়কীর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে তা হল মাদকতা!! খুব ভাল ভাবে এটা উপলব্ধি করা যায় দিল্লী-সিক্স মুভির 'মাসাক্কালি' গানটাতে,যারা হাল্কা পাতলা গান গাইতে জানেন তারা একবাক্যেই স্বীকার করবেন এই গানটা গাওয়া অসম্ভব কঠিন! আর সেই গান মোহিত এতই ভাল গেয়েছেন যে ২০১০ এর 'বেস্ট প্লেব্যাক সিংগার' এর খেতাব তাকেই দিয়েছে ফিল্ম। ফেয়ার।
বর্তমানের অন্যতম সেরা এই গায়ক খুব ভাল করেই জানেন ক্যারিয়ার এর স্ট্রাগল কি জিনিস, এত অসাধারণ একটা কন্ঠের অধিকারী হয়েও অনেক সময় ব্যয় হয়ে গেছে তার আজকের এই পজিশনে আসতে। চল্লিশের কোঠায় থাকা এই গায়কের বিভিন্ন সাক্ষাতকারে উঠে আসে সেই আক্ষেপ।
একটা সাক্ষাতকারে পড়েছিলাম, তিনি বলেছেন 'গায়ক না হলে হয়তো রাখাল হয়ে হিমাচলের পাহাড়ে ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়াতাম'।
যদি সেটাও হত আমার মনে হয় তিনি হতেন তার সময়ের সেরা 'গায়ক-রাখাল'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।