আমাদের কথা খুঁজে নিন

   

রোহিতের ব্যাটে মোহিত বিশ্ব

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
রোহিত শর্মা। বিশ্ব কাঁপানো ভারতীয় ব্যাটিং লাইনের নতুন বিজ্ঞাপন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বেশ আগেই। এবার তা আরো দৃঢ়তায় মুড়িয়ে দিলেন এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার সাথে চলমান সিরিজের শেষ ম্যাচে তার উইলো থেকে এসেছে ১৫৮ বলে ২০৯ রানের বিস্ফোরক এক ইনিংস। রোহিত শর্মার এই ডাবল সেঞ্চুরি তাকে স্থান করে দিলো আরো দুই ভারতীয়র এলিট ক্লাবে।

যেখানে এতোদিন ছিলেন কেবল বিরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের তিনটি ডাবল সেঞ্চুরির প্রতিটির মালিকই ভারতীয়। বিশ্বসেরা ব্যাটিং লাইন যে আসলেই ভারতের, এ নিয়ে নিশ্চয় আর কোনো তর্ক জমবে না! অসি বোলিং অ্যাটাককে তুলোধুনো করে এই ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার নতুন রেকর্ড গড়েছেন তিনি। রহিতের আগে যে রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসন। ওয়াটসনের সামনেই রোহিত নতুন রেকর্ড গড়েছেন ১৬টি ছয় মেরে।

আগের রেকর্ডে ছয় ছিলো ১৫টি। এদিন ওয়াটসনেরও বল খেলেছেন রোহিত। তবে ওয়াটসনের খেলা ১০ বলে রান নিতে পেরেছেন মাত্র তিন! ওয়াটসনের বলে রান নিতে না পারলেও রোহিত ঠিকই ডুবিয়েছেন অন্য বোলারদের। রহিতের ব্যাটের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছেন দোহার্টি। ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে মোট ২৬ রান তুলেছেন রোহিত! অস্ট্রেলীয় বোলারদের বিপক্ষে এটিই সবচেয়ে দুর্ধর্ষ আক্রমণ।

রহিতের আগে অস্ট্রেলীয় বোলারদের বিপক্ষে সর্বোচ্চ ১৭৫ রান করেছিলেন দুইজন। ২০০৬ সালে প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস ও ২০০৯ সালে শচীন টেন্ডুলকার। ২০৯ রানের এই অনিন্দ্য সুন্দর ইনিংসে ১৬টি ছয়ের সাথে রোহিত মেরেছেন ১২টি চারও। ব্যাঙ্গালুরুর চেন্বাশ্বেমি স্টেডিয়ামে রহিতের উপর যেনো এদিন ভর করেছিলো অসুরের শক্তি! যে শক্তির প্রদর্শনীর মুগ্ধতায় মোহিত পুরো ক্রিকেট বিশ্ব! পুরো লেখা দেখুন পরিবর্তন ডট কমে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।