সুন্দর সমর
দারুণ ক্ষমতাবান তোমরা,
ভুমিকম্পের নতুন ইশ্বর,
হাত নাড়লেই মাটি ফেটে যাবে,
নোংরা কাপড়ের দিকে তাকিয়ে হাক দিলে
কাপড়ের দিকে তাকিয়ে বক লজ্জা পাবে
তোমরা সমাজের ডিটারজেন্ট!
বাপরে ঘাগু ঘাগু নেতা,
দুর্নীতির সর্দার সব আজ এক ঘাটে একাকার,
সংসদের আশেপাশে জেলখানা বসাইয়াদিছ।
জিনিসের দরদাম খালি কমে না,
কমে না বন্যার পানি,
তোমরা অনেক কাজ করে করে ক্লান্ত
নিজেরা আর কতো করবা দেশের সেবা।
এবার পাব্লিকরে নামাইয়া আনবা,
তাই বুঝি এখন রাজনীতির উপর থেকে চাদর সরাইয়া নিস,
খালি ডর লাগে,
কখন কি জানি কি হয়
আইয়ুব-ইয়াহিয়ার দলে কে কখন যোগ দেয়
কি জানি কি হয়
বড়ই খারাপ সময়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।