আমাদের কথা খুঁজে নিন

   

গুগলে ক্লিক করার আগে একটু থামুন

good
আজ মোট কতোবার ক্লিক করেছেন গুগলে? আর একবার ক্লিক করার আগে এ টপিকটি পডু়ন। কারণ তথ্য যত অপ্রযো়জনীয় বা প্রযো়জনীয়ই হোক না কেন, গুগলে যতবার ক্লিক করা হচ্ছে তত বেশি করে পরিবেশের সঙ্গে যোগ হচ্ছে কার্বন ডাই-অক্সাইড। কারণ যেহেতু সার্চ ইঞ্জিনগুলো চলে বিশাল আকারের সার্ভার ব্যবহার করে এবং এই সার্ভারগুলো চলে জীবাশ্মভিত্তিক জ্বালানি দিযে়। আর তাই এক্ষেত্রে পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে ব্যাপক পরিমাণ কার্বন। তাই যারা ইন্টারনেটে তথ্য খুঁজতে চান, আবার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণের দায়ভারও কমাতে চান, তাদের জন্য একটা উপায় বের করেছে জার্মান সার্চ ইঞ্জিন ‘ইকোসিযা়’ গত বছরের ডিসেম্বরে কোপেনহেগেন জলবাযু় সম্মেলন চলার সময় চালু করা হয় এই সার্চ ইঞ্জিন ‘ইকোসিযা়’। আর মাত্র এক বছরেই এর ব্যবহারকারীর সংখ্যা দাঁডি়যে়ছে প্রতিদিন এক লাখেরও বেশি। এই সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী ক্রিস্টিযা়ন ক্রোল। তিনি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করে সার্ভারের মাধ্যমে এই সার্চ ইঞ্জিনটি পরিচালনা করেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.