বক্সে জমা থাকি , কলমের আগার খসখসে দাগ, ভাঁজ করে পকেটে অবস্থা অতপর ঝুড়িয়ে নিক্ষিপ্ত..... কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ন লেখালেখির সাক্ষী ২৫, ২৬ ফেব্রুয়ারী ২০০৯ । হঠাৎ এক বড় ভাইর ফোন পেয়ে টিভির পর্দায় চোখ রেখে তাজ্জব বলে গেলাম। দুইদিনের ধ্বংসজজ্ঞ শেষ হলো। মারা গেলো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৫৯ জন। বিদ্রোহ কেন , কিভাবে , কারণ ইত্যাদি নিয়ে আজকের এ লেখা নয় । আজকের এ লেখা তাদের নিয়ে যারা বিডিআর বিদ্রোহের নামে প্রহসনের বিচার চাপিয়ে দেয়া হয়েছে তাদের নিয়ে। আমরা সকলেই বিডিআর বিদ্রোহের কারণে সেই সময়ের বিডিআর সদস্যদের দোষীর চোখে দেখি কিন্তু আসলে তাদের দোষ কতটুকু তা খতিয়ে দেখা কি হয়েছে???????????? সরকার যে বিচার করেছে তা কি কতটুকু গ্রহনযোগ্য??????? বিডিআর বিচারে সাজাপ্রাপ্তগন কেন সাজা পেলো আর সাক্ষীদাতাগত কেন সাজা পেলো না বা একপক্ষের চাকরী গেলে অন্য পক্ষের চাকরী কিভাবে থাকলো????????? রিমান্ডের নামে দিনের পর দিন টিএফআই, জেএফআই সেলে নির্যাতনের খোজ কি কেউ জানে? ৫৭ জন সেনা কর্মকর্তার পাশাপাশি কতজন বিডিআর কে মারা হলো সংখ্যা কি খোজ নিয়েছে? একই অভিযোগে একাধিক ব্যক্তির একাধিক ধরনের সাজা হয় কিভাবে??? পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে তার পরিবারের কি অবস্থা দাড়ায় তা কি কেউ খোঁজ নিয়েছে?????? সংশোধিত আইনে হাজতবাস যেকোন কয়েদীর জন্য ধরা হলে তাদের জন্য কেন ধরা হবে না???? কাদের ইঙ্গিতে আর কাদের মাধ্যমে হয়েছে এর তদন্ত যারা করেছে তারা কি প্রমান পেয়েছে এর প্রকাশ কি জাতির সামনে হয়েছে?????? আরো অনেক প্রশ্ন আছে......................... প্রশ্নগুলো জাতির কাছে রইল। বিচারের নামে প্রহসনের নাটক............... জাতি কি ক্ষমা করবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।