আমাদের কথা খুঁজে নিন

   

আমার সংগ্রহে বাংলাদেশের মুদ্রা..(ছবি ব্লগ)

অন্যায়ভাবে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই । ।

মুদ্রা বা পয়সা, যা ৫০০-৬০০ খ্রিস্ট-পূর্বাব্দে অর্থাৎ আজকের তুরস্কে রাজা গাইজেস সর্বপ্রথম ‘ইরেকটাম’ নামে এক ধরনের মুদ্রা চালু করেন। আর সেখান থেকেই শুরু হয় সর্বপ্রথম মুদ্রা প্রচলন। এর আগেও সোনা-রূপার বাঁট বা অংশের বদলে বিনিময় হত।

এরও আগে বিভিন্ন দ্রব্যের মধ্যে বিনিময় প্রথা ছিল। যেমন-চালের বিনিময়ে গম, কাপড়ের বদলে মাংস ইত্যাদি। একসময়ে চাহিদা বেশি হয়ে পড়ায় আর বিভিন্ন সমস্যা দেখা যাওয়ায় আজকের এই মুদ্রা বা পয়সার প্রচলন। আমার কাছে বাংলাদেশের কিছু পয়সা সংগ্রহে আছে। এর আগেও পয়সা নিয়ে অনেকে ব্লগ দিয়েছে.......তবুও আমি দিলাম।

পয়সাগুলোর ছবি তুলে সবার সাথে শেয়ার করলাম... ১ পয়সাঃ এটা ১৯৭৪ সালের পয়সা। স্বাধীনতা পরবর্তী সরকার এটা বের করে। ৫ পয়সাঃ এটা ১৯৭৪ সালের পয়সা। এটাও স্বাধীনতা পরবর্তীতে...এটার উপরিভাগে লাঙল ছিল আর উৎপাদন বাড়ান কথাটি ছিল। ৫ পয়সাঃ এটা ১৯৮০ সালের পয়সা।

এটার উপরিভাগে লাঙল আর ট্রাক্টর ছিল। ১০ পয়সাঃ এটা ১৯৮৩ সালের পয়সা। এটার উপরিভাগে একটা পরিবারের ছবি দেওয়া আছে। ২৫ পয়সাঃ এটা ১৯৭৩ সালের পয়সা। ২৫ পয়সাঃ এটা ১৯৭৪ সালের পয়সা।

২৫ পয়সাঃ এটা ১৯৮৩ সালের পয়সা। ৫০ পয়সাঃ এটা ১৯৮০ সালের পয়সা। ৫০ পয়সাঃ এটা ২০০১ সালের পয়সা। ১ টাকাঃ এটা ১৯৯৩ সালের পয়সা। ১ টাকাঃ এটা ১৯৯৯ সালের পয়সা।

যেই সোনালী কয়েন নিয়ে ইদানীং সাড়া পড়ে গিয়েছে.... ১ টাকাঃ এটা ২০০৩ সালের পয়সা। এটা আগের ১ টাকার কয়েন থেকে হালকা। ২ টাকাঃ এটা ২০০৮ সালের পয়সা। এটাই বাংলাদেশে প্রথম ২ টাকার কয়েন। ৫ টাকাঃ এটা ১৯৯৪ সালের পয়সা।

৫ টাকাঃ এটা ২০০৬ সালের পয়সা। একটু পরিবর্তিত... একদম নতুন করে ২০১০ সালে সরকার ১ এবং ২ টাকার পয়সা বের করে। সেগুলোও সংযুক্তি....... ১ টাকার পয়সা ২ টাকার পয়সা এছাড়া দেশ স্বাধীনতার আগের দুটো পয়সাও আছে........ হাফ রূপিঃ ১৯৫১ সালের পয়সা ১০ পয়সাঃ ১৯৬৮ সালের পয়সা। বাংলায় লেখা – পাকিস্তান সরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.