জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
ব্যক্তিগত এলবামের পাশাপাশি প্রতিষ্টিত শিল্পীরা বিভিন্ন মিক্সড ক্যাসেটেও অনেক সুন্দর সুন্দর গান গেয়ে থাকেন। সেসব মিক্সড ক্যাসেট থেকে সংগৃহীত বিভিন্ন শিল্পীর কিছু চমৎকার গান আপলোড করেছি। যতদুর জানি গানগুলো কখনও কোন সিডিতে বের হয়নি। আর এগুলো সহজে খুজে পাবে বলেও মনে হয়না। বাজিয়ে দেখুন,ভাল লাগলে ডাউনলোডও করতে পারেন।
নিয়াজ মোঃ চৌধুরীঃ নিজেই নিজের সাথে গল্প করে
তপন চৌধুরীঃ
১। গোধুলী রাঙা মুখে মেঘলা কাজল
২। ভোরের হাওয়া যখন এসে
৩। সুখের সময় রয়না চিরদিন
৪। নিঝুম আধার জুড়ে ঐ জোনাক জোনাক (সহশিল্পীঃকবিতা পাডোয়াল)
৫।
ঘুরে ঘুরে বারে বারে (সহশিল্পীঃ মিতালী মুখার্জী)
৬। এমন কোন স্মৃতির চিহ্ন নেই
৭। তোমরা খোজ বন্ধুর
৮। বিধিরে তোর খেলা বুঝিনা
সুবীর নন্দীঃ
১। আমার দু'চোখে অনন্ত মেঘ
২।
ও নিঠুর দরিয়ার পানি
৩। আমি জীবনের আয়োজন সাজিয়ে রেখেছি
৪। চাঁদ হয়ে আছো গো দূর গগনে
সেলিম চৌধুরীঃ---------------
১। মরিলে কান্দিসনা আমার দায়
২। কারে দেখাব মনের দুঃখ গো
৩।
কতদিন দেখিনা মায়ের মুখ
রেল লাইন বহে সমান্তরাল (মলয় কুমার গাঙ্গুলী)
আমার থাকতে পরান আর কি দেখা হবে (কিরন চন্দ্র রায়)
আগুনঃ
----------
১। আমি রৌদ্রের মত চাই ভালবাসা
২। বিরহের ঢেউ এসে দেয়
বিঃদ্রঃ গানগুলো মুছে দেয়া হয়েছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।