আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দ পাথারে ,ছুয়ে মন অজানায় খুজে সখিরে



ঈদ আনন্দের ভেলায় চড়ে ************************ সনেট *** ****** পরিবেশ বন্ধু কবি আজ মনে হল জগতের সব আনন্দ এসে ভিড় জমেছিল অজানায় হৃদ কাননে বড় আভিমান নিয়ে ভেলায় চড়ে, হাওয়া খেতে বেরিয়ে ঢাকার রাস্তায় কত যে চিত্র আঁকা হয় শুধু নয়নে । , উল্লাসে মেতেছিল যত তারুন্যর দল , অবাক চাহিয়া ভাব ভঙ্গিতে নানান মননে হয়েছিল সাড়া , উল্লাসে কত প্রেমিক যুগল ।। হাজার স্বপ্নে আঁকা মানুষের ভিড়ে ছুঁয়ে ছুঁয়ে মন , তবু এ লগন এঁকেছিল অনিন্দ্য মনোরম ছবি দৃশ্যপটে যা কিছু রয় , অলক্ষ্য ভরে স্বাধীন নজরে, চিত্ত মোহিত স্মৃতিভাস্বরে আনিল কিছু সুখ হৃদয়ে কবি ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.