পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার সকালে বাস্কেটবল খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পেয়েছেন। তাঁর ঠোঁটে ১২টি সেলাই দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে জানিয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওবামা ওয়াশিংটন ডিসির ফোর্ট ম্যাকনায়ারে বাস্কেটবল খেলার সময় অসাবধানতার কারণে কারও হাতের ধাক্কায় আঘাত পেয়েছেন।
ঘটনার পর তিনি হোয়াইট হাউসের চিকিত্সকদের অধীনে চিকিত্সা নিয়েছেন।
পরে হোয়াইট হাউসের অভ্যন্তরে ওবামাকে তাঁর ঠোঁটে বরফ ধারণ করে থাকতে দেখা গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেন, অসাবধানতার কারণে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতের ধাক্কায় প্রেসিডেন্টের ঠোঁট কেটে গেছে। তিনি ১২টি সেলাই নিয়েছেন। হোয়াইট হাউসের চিকিত্সা ইউনিট তাঁর চিকিত্সা করেছেন। তিনি আরও বলেন, সেলাইয়ের সময় ওবামা ব্যথানাশক নিয়েছেন।
ওবামা দীর্ঘ সময় ধরেই বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত। এমনকি তাঁকে তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গেও প্রায়ই খেলাতে দেখা গেছে। বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।