একাত্তরের স্বাধীনতা বিরোধী সেই সব নরকের কীট
ভেবেছিস ভুলে গেছি
মুছে গেছে রক্তের দাগ?
তুই রাজাকার
আজই এই দেশ থেকে ভাগ।
এদেশ আমার
প্রতি ইন্চি ভুভাগের মাটি
আমার বাবার লালে লাল
মায়ের বোনের সম্ভ্রমের দামে পাওয়া আমার সকাল।
ভেবেছিস ভুলে যাবো
ক্ষমা পাবি
মিশে যাবি
সাধারণ জনতার ভীড়ে?
চেয়ে দেখ জাগ্রতা আমরা রেখেছি তোদের ঘিরে।
এখনো বুকে ঘৃণা
মোছেনি মায়ের কান্না
পিতার পবিত্র রক্তের দাগ
তুই রাজাকার
আজই এই দেশ থেকে ভাগ।
===============================================
আজন্ম লালিত বিজাতীয় ঘৃণা সেই কতিপয় মানুষ নামের অমানুষের প্রতি। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদী... সহ সেদিনের স্বাধীনতা বিরোধী চক্র, ঘৃণ্য রাজাকার আলবদর আলশামস ও আজকের সবুজ স্বাধীন দেশে ওদের স্বপক্ষে কথা বলা মানবিক বোধহীন নরকের কীটগুলোর প্রতি থুঃ!!!
ঘৃণা জানাতে নিচের লিংক পোস্টে একটা মন্তব্য করে আসতে পারেন। ভার্চুয়ালী আপনার মনের পুন্জিভুত অভিযোগ ও ঘৃণার আগুন সলতে প্রজ্জলিত থাকুক।
রাজাকার কে জুতা নিক্ষেপ করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।