আমাদের কথা খুঁজে নিন

   

আমার একলা রাতের গহীন অন্ধপাঠ



তুমি যখন সামনে এসে দাঁড়াও, হে আমার একলা রাতের গহীন অন্ধপাঠ! তখন ঐশ্বর্য্যের নির্বাণ-নাভীমূল, ওর নাব্য গ্রীবারেখা, ওখানে নিরন্তর কর্কট-শুয়ে থাকা আমার পাঁচ-পাঁচটি পুরুষ-আঙ্গুল, আর শিবাণীর সোমত্ত বুকের বোঁটায় মালকোচা পুঁতেরাখা আমার এ অশেষ ওষ্ঠাধর; ওরা সকলে- গ্রীক-মিথ, মিষ্টিক-ঋত্বিকের মতো, অন্ধ-নক্ষত্র প্রভা কবিতা হয়ে ওঠে, কবিতা! তুমি যখন সামনে এসে দাঁড়াও; হে আমার একলা রাতের গহীন অন্ধপাঠ!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।