আমাদের কথা খুঁজে নিন

   

অসার অন্ধকার

ভাল্লাগেনা নষ্ট শহরের নষ্ট নোংরামি...

ব্যস্ত সময়ের অভিশাপে নোংরা অন্ধকার বরণ হল তো অনেক ক্ষান্ত দেওয়া জরূরী বুঝি এখন। সেই অস্থিরতা আর ক্রমাণ্বয়িক হতাশার পরিণতিস্বরূপ হৃদয়ে জেগে ওঠা বিদ্রোহের বাস্তবিক প্রতিফলন যে সুখকর নয় মোটেও; তা বুঝতে দেরী হয়ে গেল কিছুটা। ক্ষতির মাত্রা নেহায়েৎ তুচ্ছ নয়; তবু সান্ত্বনা দেবার তো কিছু থাকে- হারাবার খাতাটা নগ্ন নয় ততটা যতটা হবার কথা ছিল হয়তোবা;হয়তোবা না। সময়ের দর্শন যে বড্ড বেশী রূঢ়… ভালোবাসার বিপরীতে নষ্ট হয়ে যাওয়া সময়ের কাছে ফেরৎ পেলাম একরাশ ঘৃণা; সাথে বেঁচে থাকার প্রয়াসে আপন হিসেবে পেলাম পাহাড়সম দুঃস্বপ্নের ঝুলি… তবু বুঝি স্বপ্ন বেঁচে রয়- মনের খেয়াল বদলে যায় যে বড় দ্রুত; সে ভালোবাসে স্বপ্নের সৃষ্টি করতে- ভালোবাসে স্বপ্নকে গড়তে;নিজের মতন। তাইতো হারিয়ে যাওয়া নিজেকে আবিষ্কার করতে পারিনা সব হারানোর দেশে; মহাকালের অতলে হারানো নোংরা কীটের ভীড়ে অস্তিত্ব অনুভব করিনা নিজের। জেগে উঠি আবারো; আবারো আগের মতন… আবারো সেই পুরোনো স্বপ্নকে লালিত হতে দেখি মনের গভীরে… তাই আবারো লুকিয়ে থাকা আলোকের সন্ধানে পা বাড়াই… আবারো… ঠিক আগের মতন…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।