জয় বাংলা
আমি নতুন। রেজিষ্ট্রেশন করেছি বেশ কিছুদিন হলো। তখন থেকেই আসি। ঘুরি। ব্লগারদের ব্লগ দেখি।
তুখোর লেখিয়েদের লেখা পড়ি। অনেক লেখা পড়তে পড়তে আমার ভেতরে কিছু কথা জমা হয়ে যায় সে লেখাকে ঘিরে। ভাবি আমার কথাগুলো বলি। কিন্তু বিপত্তি ঘটে ওখানেই। প্রতিবারই একটা অভিন্ন নির্দশনা ভেসে উঠতে দেখি আমার কম্পিউটারের মনিটরের একটা অংশে।
আমাকে বলা হয় যতক্ষণ না আমি মৌলিক কোন পোষ্ট দিচ্ছি এই সাইটে, ততক্ষণ অন্যকারো পোষ্টে আমার মত প্রকাশের অধিকার হরণ করা হবে। যদিও বলা হচ্ছে এই সাইটের বৃহত্তর স্বার্থে সাময়িকভাবে এই অসুবিধাটুকু বরণ করে নিতে, তারপরও সময়ের কথাগুলো সময়মতো বলতে না পারার কষ্ট অনুভব করি। যে কথাগুলো ঐ মুহুর্তে জমা থাকে সেগুলো ছাপিয়ে অন্য কোন কথা দিয়ে নতুন একটি পোষ্ট দেওয়ার সামর্থ আমার হয় না। তাই আমার মত অপ্রকাশিত থেকে যায়।
কিন্তু অন্যের মত পড়া থেকে বিরত থাকি না।
পড়ি। আরো পড়ি। ভুলে যাই আমার কথা বলা হয়নি এখনও। তাই আবারও ধাক্কা খাই, যখন একটা লেখার বিপরীতে আমার কিছু কথা জানাতে উদ্যত হই। এইভাবে একই বৃত্তে ঘুরপাক খেতে খেতে আমি যখন চরমভাবে বিরক্ত তখনই চেষ্টা এই অনর্থক কথার নিরর্থক প্যানপ্যানির।
আপনারা যারা ইতিমধ্যেই বিরক্তির চরমে পৌছে গেছেন তাদের কাছে অনুরোধ করবো আমার এই ভার্জিন পোষ্টটি দেখে আমাকে লাল কালি দিয়ে কালো তালিকায় ফেলে দেবেন না, দয়া করে।
আচ্ছা একটা জিজ্ঞাসা ছিল এই সাইট ব্যবস্থাপকদের বরাবর। আপনারা যে বলছেন সাময়িকভাবে বন্ধ রাখা আছে এই সাইটে নিবন্ধিত নতুন ভ্রমণকারিদেরকে নিজের পোষ্ট ব্যতিরেকে প্রথমেই অপরের কোন পোষ্টের বিপরীতে মন্তব্য করা, কিন্তু এই সাময়িক ব্যবস্থাটি আসলে কতখানি সাময়িক? উত্তর পাই বা না পাই প্রশ্নটা যে করতে পারলাম তাতেই অনেক ভাল লাগছে।
যাই হোক আগাগোড়া মাকরফল সদৃশ এই লেখাটি পড়ে যাদের ধৈর্যচ্যূতি ঘটালাম তাদের কাছে শর্তহীনভাবে ক্ষমা প্রার্থনা করে আপাতত বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভাল থাকবেন যার যার মতো করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।