আমাদের কথা খুঁজে নিন

   

তোমার লীলা বুঝা মাওলা অধমের অসার



তোমার লীলা বুঝা মাওলা অধমের অসার তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার । ও মাওলা তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার । মায়ের উদর থেকে দিলে জবরদস্তি করে যাবার বেলা কেন মাওলা কাঠের পালং চড়ে। ও মাওলা কাঠের পালং চড়ে । আসার বেলা পাইনি দেখা করুনা তোমার যাবার বেলা মাঙ্গছি মাওলা তোমারই দিদার ।

ও মাওলা তোমারই দিদার । গুপ্তস্থানে সুপ্ত রাখলে মহিমা অপার অন্ধঘরে প্রাণ ভরিলে কুদরতে তোমার । ও মাওলা কুদরতে তোমার । হাড়-মাংস সব জোড়া দিয়া হিসেব রাখলে ঠিক পঞ্জিকাতে লিখে দিলে দুনিয়ার রিজিক । ও মাওলা দুনিয়ার রিজিক ।

বিচ্যুতি মোর হইলে জানি হইবো ছারখার পানা চাইছি তোমার কৃপায় দোজখের আঙার । ও মাওলা দোজখের আঙার । ও মাওলা তোমার বিচার চাই গো আমি তোমারই দরবার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.