ইংরেজি উইকিপিডিয়া আমি প্রায় ব্যবহার করি। হঠাৎ কি মনে হল, বাংলা উইকিতে একটা ঢু মারলাম। প্রথমেই বিজ্ঞান বিষয়ে। যা দেখালাম!!! বাংলা উইকির অবস্থা একেবারে শোচনীয়। কতটি বিষয় অন্তর্ভুক্ত আছে , সেটা নাহয় বাদই দিলাম।
কিন্তু যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই মানসম্পন্ন নয়। ভাষাগত দুর্বলতা ছাড়াও রয়েছে তথ্যগত অসামঞ্জস্যতা, যেগুলো পড়ে অনেকের মনেই ভ্রান্ত ধারনা জন্মাবে। কথায় আছে, অল্প জ্ঞান ভয়ংকরী। আর বাংলা উইকির এসব বিভ্রান্তিমূলক তথ্য এবং কিছু কিছু ক্ষেত্র ভুল তথ্য পড়ে পরবর্তীতে অনেকেই সমস্যায় পড়বেন।
বিভিন্ন ব্লগ সাইটে প্রতিদিন ভুরি ভুরি লেখা আসে।
বুঝাই যায়, দেশে কবি-সাহিত্যিকের কোন অভাব নাই। কিন্তু বাংলা উইকির এরকম অবস্থা কেন ?? যারা নিয়মিত কিংবা অনিয়মিত ব্লগে পোস্ট দেন, তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে বাংলা উইকি অচিরেই একটি সমৃদ্ধ ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডারে পরিণত হবে।
তবে যে বিষয় যিনি ভালমতো জানেন, উইকিতে সেই বিষয়েই আশা করি লিখবেন। আর যার উইকির বারোটা বজাতে চান, তারা যেকোন বিষয়েই লিখতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।